দুর্দান্ত ক্যাচ গ্রিনের, রইল ভিডিও। ঋষব পন্থের আউট

দুর্দান্ত ক্যাচ গ্রিনের
ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৬৯ রান করে। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই দুই ওপেনারকে হারিয়েছে। আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমে লাঞ্চ ব্রেকের আগেই অধিনায়ক অজিঙ্ক রাহানে-৩৮ ও চেতেশ্বর পূজারা-২৫ রানে সাজ ঘরে ফিরে আসে।

তৃতীয় টেস্টের মত ঋষভ পন্থ আক্রণাত্মক ব্যাটিং দিয়েই শুরু করে অস্ট্রেলিয়ার বোলার দের বিরুদ্ধে। কিন্তু এবার আর বড় ইনিংস খেলতে পারলেন না ঋষভ, ৬৭তম ওভারে জস হ্যাজলউডের বলে বাউন্ডারি মারতে গিয়ে ছিলেন পন্থ।

বলটি শট পিচ বল করেছিলেন হ্যাজলউড কিন্তু ব্যাটের সামান্য মাথায় লেগে বলটি স্লিপে ক্যামেরুন গ্রিনের হাতে চলে যায়। অসাধারণ কৌশলের গ্রিন ক্যাচটি তালুবন্দী করেন। এই ক্যাচের ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে ভিডিওটি নিচে দেওয়া হলো। আউট হওয়ার পর ঋষব পন্ত ২৩ রানে সাজঘরে ফিরে আসে। 

আরো পড়ুন- মারা গেলেন হার্দিক পান্ডেয়ার বাবা

তৃতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের ফলাফল নিচে দেওয়া হল:- 

অস্ট্রেলিয়ার প্ৰথম ইনিংস-৩৬৯ 

ভারত প্রথম ইনিংস-৩৩৬ 

ওয়াশিংটন সুন্দর-৬২ শার্দুল ঠাকুর-৬৭ 

বোলিং অস্ট্রেলিয়া

হ্যাজলউড-৫, স্ট্রাক-২, কামিন্স-২

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস-২১-০*

Previous articleডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট আপাতত স্থগিত রাখল হোয়াটসঅ্যাপ
Next articleজিও ফোনে কি পাবজি মোবাইল খেলা সম্ভব?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply