Hero Xtreme 160R, ফিচারস, স্পেসিফিকেশন, মাইলেজ, বাজার মূল্য

Hero Xtreme 160R, ফিচারস, স্পেসিফিকেশন, মাইলেজ, বাজার মূল্য

Hero Xtreme 160R: ১০৬ সিসি বাইক হিরো কোম্পানির তরফ থেকে যার মূল্য যা ভারতের মধ্যবিত্ত পরিবার গুলির আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এই বাইকটি চারটি বিভাগে ও পাঁচটি রঙে আপনি পেতে পারেন। হিরো এক্সট্রিম 160R বাইকটি BS6 ইঞ্জিন বিশিষ্ট, 163সিসি বাইক। বাইকটির ওজন ১৩৯ কেজি ও ১২ লিটার তেলের ট্যাঙ্ক রয়েছে। বাইকটির ইঞ্জিন এয়ার কুলিং দ্বারা গঠিত ও শূন্য থেকে ৬০ কিলোমিটার গতিবেগ উঠতে সময় লাগে ৪.৭ সেকেন্ড।

Hero Xtreme 160R, ফিচারস, স্পেসিফিকেশন, মাইলেজ, বাজার মূল্য
image credit- Hero Motocorp

Hero Xtreme 160R summary

স্পেসিফিকেশনXtreme 160R
ইঞ্জিন ক্যাপাসিটি১৬৩সিসি
ট্রান্সমিশন৫ ম্যানুয়াল
ওজন১৩৯ কেজি
মাইলেজ৪৬ কিমি/ঘন্টা
তেলপেট্রোল
সিলিন্ডার
কুলিং সিস্টেমএয়ার কুল
গিয়ার সিস্টেম১টি নীচে, ৪টি উপরে
তেলের ট্যাঙ্ক১২ লিটার
রিজার্ভ তেল১.৯ লিটার
সর্বোচ্চ স্পিড১০৭ কিমি/ঘন্টা
Hero Xtreme 160R, ফিচারস, স্পেসিফিকেশন, মাইলেজ, বাজার মূল্য
image credit- Hero Motocorp
ব্রেকিং সিস্টেমXtreme 160R
ব্রেকিং সিঙ্গেল চ্যানেল ABS
সামনের ব্রেকDISC
চাকার মাপ১৭ ইঞ্চি
মাপঝোকXtreme 160R
ওজন সিঙ্গেল চ্যানেল ABS
ওভারঅল লেন্থ2029mm
ওভারঅল হাইট1052mm

ওয়ারেন্টি– 5 বছর

সাধারণ ওয়ারেন্টি- 70000 কিলোমিটার

ডিসপ্লে স্ক্রীন- ডিজিটাল

Previous articleভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩: ভারতীয় দল ঘোষণা হল
Next articleতৃতীয় ওয়ানডের পূর্বে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে ভারতীয় দল
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply