Hero Xtreme 160R: ১০৬ সিসি বাইক হিরো কোম্পানির তরফ থেকে যার মূল্য যা ভারতের মধ্যবিত্ত পরিবার গুলির আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এই বাইকটি চারটি বিভাগে ও পাঁচটি রঙে আপনি পেতে পারেন। হিরো এক্সট্রিম 160R বাইকটি BS6 ইঞ্জিন বিশিষ্ট, 163সিসি বাইক। বাইকটির ওজন ১৩৯ কেজি ও ১২ লিটার তেলের ট্যাঙ্ক রয়েছে। বাইকটির ইঞ্জিন এয়ার কুলিং দ্বারা গঠিত ও শূন্য থেকে ৬০ কিলোমিটার গতিবেগ উঠতে সময় লাগে ৪.৭ সেকেন্ড।

Hero Xtreme 160R summary
স্পেসিফিকেশন | Xtreme 160R |
---|---|
ইঞ্জিন ক্যাপাসিটি | ১৬৩সিসি |
ট্রান্সমিশন | ৫ ম্যানুয়াল |
ওজন | ১৩৯ কেজি |
মাইলেজ | ৪৬ কিমি/ঘন্টা |
তেল | পেট্রোল |
সিলিন্ডার | ১ |
কুলিং সিস্টেম | এয়ার কুল |
গিয়ার সিস্টেম | ১টি নীচে, ৪টি উপরে |
তেলের ট্যাঙ্ক | ১২ লিটার |
রিজার্ভ তেল | ১.৯ লিটার |
সর্বোচ্চ স্পিড | ১০৭ কিমি/ঘন্টা |

ব্রেকিং সিস্টেম | Xtreme 160R |
---|---|
ব্রেকিং | সিঙ্গেল চ্যানেল ABS |
সামনের ব্রেক | DISC |
চাকার মাপ | ১৭ ইঞ্চি |
মাপঝোক | Xtreme 160R |
---|---|
ওজন | সিঙ্গেল চ্যানেল ABS |
ওভারঅল লেন্থ | 2029mm |
ওভারঅল হাইট | 1052mm |
ওয়ারেন্টি– 5 বছর
সাধারণ ওয়ারেন্টি- 70000 কিলোমিটার
ডিসপ্লে স্ক্রীন- ডিজিটাল