নতুন অবতারে হৃত্বিক রোশন, পেশি ফোলানো ছবি পোস্ট করলেন, দেখুন সেই ছবি

নতুন অবতারে হৃত্বিক রোশন, পেশি ফোলানো ছবি পোস্ট করলেন, দেখুন সেই ছবি

বলিউডের তারকাদের মধ্যে জনপ্রিয় একটি নাম হল হৃত্বিক রোশন। হৃত্বিকের সিনেমা যেমন দর্শকদের মন জয় করে নেয় তেমনই সকলের মন জয় করে নেয় তার অসাধারণ লুক। তিনি তার ইনস্টাগ্রামে প্রচুর ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে ধরা দিয়েছেন এক নতুন অবতারে। নতুন অবতারে তার ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘বোলো বলিউড বাইসেপ কি জয়‘। ছবিতে দেখা যাচ্ছে মেদহীন শরীরে পেশী ফুলিয়ে পোজ দিচ্ছেন হৃত্বিক। পরনে গেঞ্জি, মাথা ভর্তি উস্কোখুস্কো চুল এবং দাড়িতে অন্যরকম লাগছে তাকে।

আরো পড়ুন-কোহলি ও রোহিতের মধ্যে ঝগড়া? উত্তর দিলেন কোচ রবি শাস্ত্রী

বলিউডের একজন খ্যাতনামা অভিনেতা হৃত্বিক রোশন। হিন্দি সিনেমা জগতে তিনি বেশ কিছু আকর্ষণীয় সিনেমা করেছেন। সিনেমার পাশাপাশি তার রূপে পাগল অনেকেই। তার তার সৌন্দর্যের কারণে তাকে বলিউডের গ্রিক গড বলা হয়। নানা রকম চরিত্রে হৃত্বিক তার অভিনয় দারুন ভাবে ফুটিয়ে তোলেন। তবে সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পোস্ট গুলো দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ মনোযোগ দিয়ে শরীর চর্চা করছেন। তাই অনেকেই মনে করছেন হয়তো তিনি নতুন কোন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। তবে সে বিষয়ে বিশেষ কিছু জানা না গেলেও অনুরাগীরা বেশ উৎফুল্ল তার ইনস্টাগ্রামের ছবিতে।

Previous articleভারতে গণেশ চতুর্থীর দিন লঞ্চ হচ্ছে জিওফোন নেক্সট, জানুন বিশদে
Next articleচাঁদে ক্রোমিয়াম-ম্যাঙ্গানিজ সনাক্ত করল চন্দ্রযান-২! আশার আলো দেখছে ISRO
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply