ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ২০২১: শুরু হয়ে গেছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ, যা ভারতে অনুষ্ঠিত হচ্ছে। মোট দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। প্রথম টেস্ট ম্যাচ কানপুর ও দ্বিতীয় মুম্বাইতে অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর থেকে শুরু হল প্রথম টেস্ট ম্যাচ কানপুরে, যেখানে ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দিনের শেষে ভারতের রান সংখ্যা ২৫৮/৪।
এই টেস্ট সিরিজে ভারতের ২ সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি কে বিশ্রাম দেওয়া হয়। রোহিত শর্মার বদল ওপেনিং করছেন মায়ানক আগারওয়াল ও বিরাট কোহলির পরিবর্তে টেস্ট ম্যাচে অভিষেক হয় শ্রেয়াস আইয়ার এর। ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন অজিঙ্কা রাহানে। শুরুতে মায়ানক আগারওয়াল এর উইকেট হারালেও শুভমান গিল ও চেতেশ্বর পুজারা ভারতের ইনিংস অগ্রসর করে। এরপর শুভমান গিল অর্ধশত রান (৫২) করে আউট হন।
১৪৫ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচের রাশ ভারতের হাতেই থাকে। অভিষেক ম্যাচে শ্রেয়াস আইয়ার ৭৫(১৩৬) ও রবীন্দ্র জাদেজা ৫০(১০০) দিনের শেষে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ কাইল জামিসন ৩ উইকেটে সংগ্রহ করেছেন।
আরো পড়ুন- নিউজিল্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেল এই ভারতীয় ওপেনার
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ২০২১ Day-1
No. | ব্যাটসম্যান | রান |
---|---|---|
১. | মায়ানক আগারওয়াল | ১৩(২৮) |
২. | শুভমান গিল | ৫২(৯৩) |
৩. | চেতেশ্বর পুজারা | ২৬(৮৮) |
৪. | অজিঙ্কা রাহানে | ৩৫(৬৩) |
৫. | শ্রেয়াস আইয়ার | ৭৫(১৩৬)* |
৬. | রবীন্দ্র জাদেজা | ৫০(১০০)* |
মোট | ২৫৮ |
Fall of wickets:-
No. | Fall of wickets | ব্যাটসম্যান |
---|---|---|
১. | ২১-১ | মায়ানক আগারওয়াল |
২. | ৮২-২ | শুভমান গিল |
৩. | ১০৬-৩ | চেতেশ্বর পুজারা |
৪. | ১৪৫-৪ | অজিঙ্কা রাহানে |
নিউজিল্যান্ড বোলিং:-
বোলার নাম | ওভার | রান | উইকেট |
---|---|---|---|
টিম সাউদি | ১৬.৪ | ৪৩ | ১ |
কাইল জামিসন | ১৫.২ | ৪৭ | ৩ |
আজাজ প্যাটেল | ২১ | ৭৮ | ০ |
উইলিয়াম সমেরভিল্ল | ২৪ | ৬০ | ০ |
রাচিন রবীন্দ্র | ৭ | ২৮ | ০ |
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ২০২১: Day-1 Highlights

[…] […]