Jio 5G: কলকাতার পার্শ্ববর্তী শহরেও শুরু হতে চলেছে Jio 5G, কোন শহর জানেন?

JIO 5G: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতায় চালু হয়ে গিয়েছে জিওর ৫জি (JIO 5G) নেটওয়ার্ক পরিষেবা। এক কথায় জিও পশ্চিমবঙ্গের কলকাতা থেকেই তাদের ফাইভ-জি নেটওয়ার্ক পরিসভা শুরু করেছিল। কিন্তু বর্তমানে কলকাতা ছাড়াও বিভিন্ন শহরে জিও চালু করতে চলেছে তাদের দ্রুততম ৫জি নেটওয়ার্ক। জেনে নিন সেই শহর গুলির নাম।

পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও আরো বিভিন্ন শহরে জিও তাদের ৫-জি পরিষেবা চালু করার কথা ভাবছে। গত ৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার জিও-এর তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় JIO 5G পরিষেবা শুরু হতে চলেছে দেশের আরও কয়েকটি শহরে, যার মধ্যে রয়েছে গ্বালিয়র, লুধিয়ানা, জব্বলপুর এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। এই চারটি শহর মিলিয়ে বর্তমানে জিও দেশের ৭২ টি শহরে তাদের ফাইভ-জি পরিষেবা চালু করে দিয়েছে ইতিমধ্যে। তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এর পূর্বেই AIRTEL 5G পরিষেবা শুরু হয়ে গিয়েছিল। এক কথা এয়ারটেল কে টেক্কা দিতে জিও শিলিগুড়িতে তাদের পরিষেবা চালু করতে চলেছে।

রিলায়েন্স জিওর পক্ষ থেকে জানানো হয়েছে পাঞ্জাবে কয়েকদিন আগেই ৫জি পরিষেবা চালু করা হয়েছিল। তার পরবর্তীতেই রাজ্যের বিভিন্ন শহর গুলিতে ৫জি ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়েছে জিও। যে সমস্ত শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করা হবে সেই শহরের গ্রাহকদের ওয়েলকাম অফার হিসেবে কোন অতিরিক্ত খরচ ছাড়াই ওয়ান জিবিপিএস ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হবে।

আরো পড়ুন -Noise smartwatch: নয়েসের ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, চার্জ থাকবে ৭দিন পর্যন্ত; দাম?

ভারতের বিভিন্ন শহর গুলিতে রিলায়েন্স জিও এর নতুন উন্নত মানের হাই স্পিড ইন্টারনেট অর্থাৎ ৫জি পরিষেবা সম্প্রসারণ এর ভিত্তিতে রিলায়েন্স জিওর মুখপাত্র বলেছেন দেশে নতুন আরও চারটি শহরে জিও পরিষেবা লঞ্চ করা হয়েছে, যার মধ্যে মধ্যপ্রদেশের ব্যবহারকারীদের একমাত্র পছন্দ রিলায়েন্স জিও পরিষেবা। এছাড়াও তিনি বলেন শীঘ্রই দেশের বিভিন্ন কোনায় গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেটের সাধ দেবে। পর্যটন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি প্রযুক্তি, গেমিং প্রভৃতি দিক থেকে মানুষের বিভিন্ন পরিষেবায় সাহায্য করবে এটি।

মন্তব্য করুন