বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের ছবি প্রকাশ করল নাসা

বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের ছবি প্রকাশ করল নাসা

পৃথিবীর বাইরেও এই সৌরজগতে প্রচুর গ্রহ-নক্ষত্র রয়েছে যার কয়েক শতাংশই এখনো পর্যন্ত জানতে পেরেছি আমরা। আর এই সমস্ত কিছুই জানা সম্ভব হয়েছে বিশ্ব জুড়ে গড়ে ওঠা মহাকাশ গবেষণা কেন্দ্র গুলোর দৌলতেই। আর এই মহাকাশ গবেষণা কেন্দ্র গুলির অন্যতম হলো ‘নাসা’ (NASA: National Aeronautics and Space Administration)। সম্প্রতি নাসা তাদের ‘হাবল স্পেস টেলিস্কোপের’ (Hubble Space telescope) এর দ্বারা তোলা একটি ছবি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট প্রকাশ করে। যে ছবিটি ছিল পৃথিবীর পার্শ্ববর্তী সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের দুটি ছবি।

আরও পড়ুন-SPACEX-এর উন্নত প্রযুক্তির Cargo Dragon supply ship প্রথমবার আটলান্টিকে অবতরণ করল

ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করার সাথেই নাসা এর তরফ থেকে জানানো হয় তাদের দ্বারা প্রকাশিত এই ছবিটি মূলত আজ থেকে ২৩ বছর আগে জানুয়ারি মাসে তোলা একটি ছবি। এই ছবিটি নাসার হাবল টেলিস্কোপের দ্বারা তোলা হয় ২৩ বছর আগে এবং বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের এই ছবি দুটি তোলার জন্য হাবল টেলিস্কোপটি অতিবেগুনি রশ্মির ব্যবহার করেছিল। বৃহস্পতির দুই গোলার্ধ থেকে নির্গত উজ্জ্বল আলো বেশ চমকপ্রদ ছিল। এই সমস্ত তথ্যই নাসা তাদের ইনস্টাগ্রম অ্যাকাউন্টে জানায়।

ছবিটি ইনস্টাগ্রামে @nasahubble দ্বারা প্রকাশ করার পর এখনো পর্যন্ত ৭৭,০০০ এরও বেশি পছন্দ পেয়েছে এবং সংখ্যাটি ধীরে ধীরে বেড়েই চলেছে। ছবিটি প্রকাশ পাওয়ার পর মন্তব্য পরতে থাকে প্রচুর।

“বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের ছবি প্রকাশ করল নাসা”-এ 2-টি মন্তব্য

Leave a Reply