নাসার Perseverance rover প্রথমবার মঙ্গল গ্রহের শব্দ গ্রহণে সক্ষম হয়েছে

ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যাকে সংক্ষেপে সকলেই নাসা নামে জানি। এই নাসা দ্বারাই মঙ্গলে প্রেরিত মঙ্গল যান perseverance প্রথমবার এই লালগ্রহের শব্দ গ্রহণ করতে এবং পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়েছে।

Perseverance rover প্রথমবার মঙ্গল গ্রহের শব্দ গ্রহণে সক্ষম হয়েছে

নাসা দ্বারা লাল গ্রহের মাটিতে প্রাণের সন্ধানে পাঠানো হয়েছিল এই মঙ্গল যান কে। যেটি গত ফেব্রুয়ারি মাসেই মঙ্গলের মাটি স্পর্শ করেছিল। এরপর গত ৭ই মার্চ এটি মঙ্গলের লাল মাটির উপরে প্রায় ২১ ফুট দূরত্ব অতিক্রম করে ফেলে। আর সেই দিনই এটি লাল মাটিতে চলাফেরার সাথে অডিও রেকর্ডিং ও করেছিল। যে অডিও রেকর্ডিং নাসা সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। অডিও রেকর্ডিংটি তে লাল মাটির উপরে চলা ৬টি চাকার যান্ত্রিক শব্দ ও ঝাঁকুনি বেশ স্পষ্ট। পৃথিবীর বাইরে এমন একটি গ্রহে নিস্তব্ধতার মাঝে রোভার টির এমন আওয়াজ বেশ অদ্ভুত ছিল।

মঙ্গলযান perseverance এর মঙ্গলে প্রবেশ এবং অবতরণের মোট ১৬ মিনিটের অডিও রেকর্ডিং করা হয় গত ৭ই মার্চ এবং সেই মুহূর্তে রোবটের অবস্থান ছিল ২৮ মাইল জায়গা জুড়ে বিস্তৃত জেযেরো ক্রেটারটির (jezero) পাশেই। যে মাইক্রোফোন দ্বারা এই অডিও গুলো গ্রহন করা হয় সেটির নাম EDL (Entry, Descent, Landing) মাইক। এই মাইক্রোফোনের সাহায্যে মঙ্গলের বায়ুমণ্ডলের শব্দ, রোভার টির চলাফেরার শব্দ গুলি রেকর্ড করা হয়। তবে এটি গত ১৮ই ফেব্রুয়ারিতে হওয়া বিস্ময়কর সেই অবতরণের শব্দটি গ্রহণ করতে পারেনি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন অবতরণের অসাধারণ সেই ভিডিওটিতে তারা একটি কৃত্রিম আওয়াজ যোগ করতে ইচ্ছুক।

আরো পড়ুন – প্রচন্ড গতিতে ছুটে চলেছে এক দৈত্যাকার ব্ল্যাকহোল, এমন দৃশ্য এই প্রথম

এই রোভারটি তে দ্বিতীয় আরেকটি মাইক্রোফোন যুক্ত রয়েছে, যেটি রোভার টির সুপেরক্যাম যন্ত্রের একটি অংশ। এই দ্বিতীয় মাইক্রোফোনটি ইতিমধ্যেই মঙ্গলের বায়ুমন্ডলে বয়ে চলা বাতাসের শব্দ, রোভার টির শীলা-বস্পকরনকরী লেজার দ্বারা উৎপন্ন শব্দগুলি রেকর্ড করে ফেলেছে।

EDL এবং সুপারক্যাম মাইক্রোফোন দুটি দ্বারা গৃহীত শব্দগুলি গবেষকদের লাল গ্রহকে একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে চিনতে সাহায্য করবে। মাইক্রোফোন গুলির সাহায্যে মঙ্গলের আবহাওয়া পৃষ্ঠতলের অতিবাস্তব আওয়াজ গুলো ধরা পড়েছে। ভবিষ্যতে এই অডিও ফাইলগুলো ইঞ্জিনিয়ারদের সাহায্য করবে রোভারের স্বাস্থ্য নিরীক্ষণ করতে এবং মঙ্গলের বায়ুমণ্ডল কে আরো গভীরভাবে ব্যাখ্যা করতে।

“নাসার Perseverance rover প্রথমবার মঙ্গল গ্রহের শব্দ গ্রহণে সক্ষম হয়েছে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন