ডাক্তারি পড়তে আর যেতে হবে না ইউক্রেনে, বড় সিদ্ধান্ত আনন্দ মাহিন্দ্রার

ডাক্তারি পড়তে আর যেতে হবে না ইউক্রেনে, বড় সিদ্ধান্ত আনন্দ মাহিন্দ্রার

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সমস্যার কথা সকলেরই জানা। ইউক্রেনে ভারতের প্রায় ২০ হাজার পড়ুয়া ডাক্তারি পড়ে, সেটা হয়তো অনেকেরই অজানা ছিল। ভারতে ডাক্তারি পড়া আর বিদেশে ডাক্তারি ডিগ্রী পাওয়ার খরচা যে কতটা কম সেটা আজকের দিনে স্পষ্ট। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের বেশিরভাগ MBBS ছাত্র-ছাত্রীরা বিদেশে পড়াশোনা করেন।

ইউক্রেন সমস্যার কারণে বর্তমানে ভারত সরকার সেখানকার সমস্ত ছাত্র-ছাত্রীদের ভারতে আনার বন্দোবস্ত করছে। যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ভারতে চলে এসেছে। এই সমস্যার সম্মুখীন হতেই সম্প্রতি টুইটারে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি টুইট করেন। যেখানে তিনি টেক মাহিন্দ্রার MD কে উদ্দেশ্য করে লেখেন যে,
“আমার ধারণা ছিল না যে ভারতে মেডিকেল কলেজের এত অভাব আছে। গুরনানি (টেক মাহিন্দ্রার MD) আমরা কি মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা চিন্তাভাবনা করতে পারি?।”

আরো পড়ুন- রতন টাটার সাথে কে এই ছেলেটি, কেমন করে হলো দুজনের বন্ধুত্ব

আনন্দ মাহিন্দার এই ট্যুইটের পরই তা সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সকলেই তাঁর এই চিন্তাভাবনাকে স্বাগত জানিয়েছেন। তবে মেডিকেল ছাত্র ছাত্রীরা তার এই ভাবনাকে স্বাগত জানিয়ে টুইট কমেন্টে লিখেছেন যে, শুধুমাত্র কম কলেজের জন্যই নয়, ভারতের মেডিকেল পড়ার খরচা অত্যধিক বেশি। সেই কারণে যাতে কম খরচায় ভারতে MBBS ডিগ্রী পাওয়া যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করার কথা বলেছে ছাত্রছাত্রীরা।

Previous articleচাঁদের বুকে রকেট-এর ধ্বংসাবশেষ এর খোঁজ মেলেনি এখনো, চিন্তিত বিজ্ঞানীমহল
Next articleHERO কোম্পানি কে স্বাগত জানালো OLA CEO, বিদায় জানালো পেট্রোল
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply