শুভমান গিলের ব্যাটে কোনো স্পনসর নেই, অবাক ভারতীয় দর্শকরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনে।  টসে জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 369 রানের লক্ষ্যমাত্রা দেয় অস্ট্রেলিয়া। এই রানের মধ্যে লাবুসছাগনে 108 এবং অধিনায়ক টিম পেইন 50 রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে টি-নটরাজন ও ওয়াশিংটন সুন্দর 3টি উইকেট সংগ্রহ করেন।

আজ দ্বিতীয় দিন শুরু হবার পর ভারত যখন ব্যাট করতে মাঠে নামে তারপর প্যাট কামিন্স এর দুর্দান্ত একটি বলে শুভমান গিল স্লিপে আউট হয়ে যায়। কিন্তু ভারতের দর্শকদের নজর কাড়ে শুভমানের ব্যাট। কারণ ব্যাটিং করার সময় গিলের ব্যাটে কোনো স্পনসর স্টিকার ছিলনা। 

আরো পড়ুন- 2020 সালে ভারতে সেরা 10টি ডাউনলোড করা গেমের তালিকা প্রকাশিত ছিল

এটা দেখে ভারতীয় দর্শকরা অবাক হয় এবং টুইটারে তারা ক্ষোভ প্রকাশ করে। দর্শকদের নিশানায় পৃথ্বী-শ কেউ আসতে হয়। এই টেস্ট ম্যাচে শুভমান গিল সাদা ব্যাটেই কোনো স্টিকার ছাড়াই ব্যাট করেন। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের থেকে শুভমান গিল সুযোগ পেয়েছেন। এখনো পর্যন্ত সিরিজে মোট 161 রান করেছেন, 53.67 রানের গড় করে। এই রানের মধ্যে একটি অর্ধ সেঞ্চুরিও তিনি করেছেন। এই চতুর্থ টেষ্ট ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিন বোলার নাথেন লায়ন তার 100তম টেস্ট ম্যাচ খেলছেন অস্ট্রেলিয়ার হয়ে। 

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট DAY-2 

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস-369 

লাবুসছাগনে-108, টিম পেইন-50, গ্রিন-47 

ভারতের বোলিং 

টি-নটরাজন-3, ওয়াশিংটন সুন্দর-3

ভারতের প্রথম ইনিংস-62-2* 

রোহিত শর্মা-44 

ক্রিজে রয়েছেন রাহানে-2*, পুজার-8*

মন্তব্য করুন