টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ যা এ বছর অস্ট্রেলিয়াতে আয়োজন করা হবে। এবার অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া ১৫ জন সদস্যের দল ঘোষণা করল নিচে তা বিস্তারিত দেওয়া আছে। গত বছরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। যা তাদের দ্বিতীয়বার বিশ্বকাপ টাইটেল জেতার সুযোগ করে দেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অস্ট্রেলিয়ার দল

- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক)
- অ্যাশটন অ্যাগার
- প্যাট কামিন্স
- টিম ডেভিড
- জশ হ্যাজেলউড
- জশ ইঙ্গলিস
- মিচেল মার্শ
- গ্লেন ম্যাক্সওয়েল
- কেন রিচার্ডসন
- স্টিভেন স্মিথ
- মিচেল স্টার্ক
- মার্কাস স্টয়নিস
- ম্যাথু ওয়েড
- ডেভিড ওয়ার্নার
- অ্যাডাম জাম্পা
আরো পড়ুন- icc t20 world cup 2022 time table in Bengali