Tata Curvv electric SUV car: দেখুন ছবি, ফিচারস, মাইলেজ

Tata Curvv electric SUV car: দেখুন ছবি, ফিচারস, মাইলেজ

Tata Curvv electric SUV car: ইলেকট্রিক গাড়ির জগতে টাটা মোটরস অনেকদিন আগেই পা রেখেছে। টাটা গ্রুপ যেন আগের থেকেই বুঝতে পেরেছে ভবিষ্যতের গাড়ির জগত পুরোটাই ইলেকট্রিক হতে চলেছে। টাটা নেক্সন ইলেকট্রিক গাড়িটি ভারতের বাজারে যথেষ্ট প্রভাব ফেলেছে। এখন তারা বাজারে আরও একটি ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চলেছে যার নাম টাটা কার্ভ (Tata Curvv)। আসুন দেখে নেওয়া যাক গাড়িটি কিছু গুরুত্বপূর্ণ ফিচারস।

IMG 20230107 2181
image credit-tata motors

গাড়িটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাটা মোটরস গাড়িটিকে ইলেকট্রিক গাড়ি রূপে বাজারে আনলেও পরবর্তীকালে পেট্রোল ও ডিজেল দুটি বিভাগেই গাড়িটিকে লঞ্চ করা হবে।

মাইলেজ– এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই গাড়িটি কত মাইলেজ দেবে একবার ফুল চার্জে, ৪০০-৫০০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম হবে বলে দাবি করছে সংস্থা। যদিও গাড়িটির প্রোটোটাই ছবি বর্তমানে বাজারে এসেছে।

IMG 20230107 1981
image credit-tata motors

আরো পড়ুন- ভারতের এই ট্রেনে দিতে হয় না ভাড়া, ফ্রিতে যাতায়াত করা যায়, কোথায়?

২০২৪ সালের জানুয়ারি মাসের দিকে গাড়িটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্য গাড়ির মতোই এই গাড়িটিতে ও LED হেডলাইটস, LED বড় স্কিন অন্যান্য ফিচারস দ্বারা উপলব্ধ থাকবে।

গাড়িটির মূল্য- ১৫-২০ লাখের মধ্যে গাড়িটির বাজার মূল্য হতে পারে। এই গাড়িটি বাজারে অন্যান্য কোম্পানির গাড়ি যেমন Hyundai Creta, Kia Seltos, MG Astor, Skoda Kushaq ইত্যাদি গাড়ির প্রতিদ্বন্দ্বী হবে।

Previous articleOnePlus 11 5G: ৭ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ OnePlus 11 5G
Next articleসাইকেলে জমাটো ডেলিভারি বয় শিক্ষক, বাইকের টাকা যোগালো সোশ্যাল মিডিয়া
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply