সবচেয়ে কিউট ইলেকট্রিক স্কুটার, একবার চার্জ দিলে চলবে ১০০ কিলোমিটার

সবচেয়ে কিউট ইলেকট্রিক স্কুটার: আজকে আমরা আপনাদের যে ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা দেখতে একটি কিউট খেলনার মতো। কিন্তু এর ফিচারস গুলো শুনলে আপনি অবাক হতে পারেন। এই ইলেকট্রিক স্কুটার টি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চা থেকে বড় সবাই খুব সহজেই এটি চালাতে পারে। এই ইলেকট্রিক স্কুটার টির নাম “হোভার (Hoover Electric Scooter)“।

ওভার ইলেকট্রিক স্কুটার এর ডিজাইন খুবই সহজ সরল কোন অতিরিক্ত স্টিল বা সরঞ্জাম কিছুই ব্যবহার করা হয়নি, ফলে এর ওজনও যথেষ্ট হালকা। দুইজন বসা যাবে এই স্কুটারটিতে, এছাড়া ২৫০ কেজি ভার বহন করতে সক্ষম হোভার ইলেকট্রিক স্কুটার। স্কুটারটির চাকা দুটি খুবই মোটা ও একবার চার্জ দিলে এটি ১১০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।

আরো পড়ুন- ব্লেডের মাঝে অসাধারন নকশা, ১০০ বছরেও বদল করেনি কোন কোম্পানি

স্কুটার টি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে তিন ঘন্টা, এটির সর্বোচ্চ গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে বুঝতেই পারছেন এটি কোন হাই স্পিড স্কুটার নয়। বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্করা খুব সহজেই এই ইলেকট্রিক স্কুটার টি চালাতে সক্ষম হবেন। এখন আসা যাক মূল বক্তব্যতে স্কুটার টির দাম কত?। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে এই ইলেকট্রিক স্কুটারটি বুকিং করতে পারবেন। স্কুটারটির মোট দাম আনুমানিক ৭৫ হাজার টাকার কাছাকাছি।

“সবচেয়ে কিউট ইলেকট্রিক স্কুটার, একবার চার্জ দিলে চলবে ১০০ কিলোমিটার”-এ 2-টি মন্তব্য

Leave a Reply