এখনো পর্যন্ত সবচেয়ে দূরবর্তী নক্ষত্রের ছবি এটিই, ছবি তুলেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

এখনো পর্যন্ত সবচেয়ে দূরবর্তী নক্ষত্রের ছবি এটিই, ছবি তুলেছে নাসার জেমস ওয়েব স্পেসটেলিস্কোপ

পৃথিবীতে এখনো পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (Jems web space telescope)। হাবল টেলিস্কোপ এর পর এটি সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ বলে দাবী করেছিলো নাসা। লঞ্চের আগেই এই স্পেস টেলিস্কোপ কে নিয়ে অনেক আশাবাদীও ছিল নাসা। যে আশায় বর্তমানে উত্তীর্ণ হয়েছে এই স্পেস টেলিস্কোপ। নাসার এই স্পেস টেলিস্কোপটিকে যে কারণে তৈরি করা হয়েছিল বর্তমানে সেই কাজে সফলতা প্রমাণ করেছে এটি। সম্প্রতি এমন একটি নক্ষত্রের ছবি এই স্পেস টেলিস্কোপ তুলতে সক্ষম হয়েছে কিছুদিন আগে পর্যন্ত যা অসম্ভব বলেই মনে করা হতো। জ্যোতির্বিজ্ঞানের জানিয়েছেন যে নক্ষত্রের ছবি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা নেওয়া হয়েছে সেই নক্ষত্র পৃথিবীতে থেকে এতটাই দূরে অবস্থান করে যা আমাদের কল্পনারও বাইরে।

পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে ব্রহ্মাণ্ডের অন্য এক প্রান্তে যেখানে মানুষ কখনো পৌঁছাতে পারেনি সেই অঞ্চলের রহস্য উন্মোচন করেছে এই স্পেস টেলিস্কোপ। যে অঞ্চলে নক্ষত্রটির অবস্থান তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে অগুনিত অজানা ছায়াপথের ভিড়। নাসা জানিয়েছে তাদের নতুন এই টেলিস্কোপটির সফলতার পিছনে রয়েছে এক নতুন টেকনোলজি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে থাকা আঠারোটি ষড়ভুজাকার আয়না এই অসম্ভব কাজকে সফল করেছে। আঠারোটি আয়নাকে এমনভাবে সারিবদ্ধ করা হয়েছিল যেগুলি ঐক্যবদ্ধ হয়ে একটি বিশাল আয়নার আকার গ্রহণ করে। যে আয়নার সাহায্যে পৃথিবী থেকে এত দূরে অবস্থিত একটি নক্ষত্রের ছবি নিতে সক্ষম হয়েছে স্পেস টেলিস্কোপটি। বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছিলেন ফাইন ফেজিং

নাসার তরফ থেকে জানানো হয়েছে গত ১১ই মার্চ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার আঠারোটি ষড়ভুজাকার আয়নাকে সারিবদ্ধ করে একটি সম্পূর্ণ আয়নার রূপ দান করে, যার সাহায্যে পৃথিবী থেকে বহু দূরে থাকা একটি নক্ষত্র ছবি তুলতে সক্ষম হয়েছিল স্পেস টেলিস্কোপ। ছবিটির কেন্দ্রে রয়েছে একটি অত্যন্ত উজ্জ্বল আলোর উৎস, নাসা জানিয়েছে অনেক দূরে থাকা ওই বস্তুটি থেকে বিকিরিত আলো সংগ্রহ করে তার প্রতিফলিত ছবি তুলেছিল স্পেস টেলিস্কোপ এবং এই কাজটি করতে টেলিস্কোপ এর কোনো সমস্যা হয়নি, বর্তমানে প্রতিটি যন্ত্রাংশ সঠিকভাবে কাজও করছে।

আরো পড়ুন-ব্ল্যাকহোলের হৃদস্পন্দনের শব্দ রেকর্ড করলেন বিজ্ঞানীরা

নাসা তাদের এই সাফল্যে যথেষ্ট উৎসাহিত, তারা জানিয়েছেন এই কাজটি করতে তাদের অনেক দিন সময় লেগেছে ঠিক-ই তবে সফলতা আসার কারণে তারা সকলেই বেশ খুশি। ছবিটি সম্পর্কে তারা এও জানিয়েছেন নক্ষত্রের ছবি গ্রহণ করার জন্য তারা আঠারোটি আয়নাকে একত্রিত করেন এবং নক্ষত্র-এর উপর ফোকাস করেছিলেন। এর ফলে যে ছবিটি সামনে এসেছে তা মানুষের কল্পনার অনেক বাইরে। পৃথিবী থেকে এত দূরত্বে থাকা একটি নক্ষত্রের ছবি সংগ্রহ করা যে অসম্ভব কিছু নয় তা নাসা প্রমাণ করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নাসার এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গতবছর ক্রিসমাসের সময় লঞ্চ করা হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটি আঠারোটি আয়না সারিবদ্ধ করনের কাজ শুরু করেছিল।

Previous articleব্ল্যাকহোলের হৃদস্পন্দনের শব্দ রেকর্ড করলেন বিজ্ঞানীরা
Next articleSamsung: স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি লঞ্চ হল ভারতে, জানুন দাম ও স্পেসিফিকেশন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply