পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার 2023

পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার 2021

ক্রিকেট বর্তমান পৃথিবীতে অন্যতম জনপ্রিয় খেলা গুলির মধ্যে একটি। ধীরে ধীরে সারাবিশ্বে ক্রিকেটের সম্প্রসারণ হচ্ছে। ক্রিকেটারদের আয়ের ক্ষেত্রে দর্শক বড় ভূমিকা পালন করে। বর্তমান যুগে প্রায় প্রত্যেক ক্রিকেটারই মোটা অঙ্কের অর্থ উপার্জন করে। যদিও 80,90 দশকে এমনটা ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটের আগমনের ফলে প্রায় সমস্ত ক্রিকেটিও দেশই এখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে। যার মধ্যে ভারতে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’(IPL), অস্ট্রেলিয়ায় ‘বিগ ব্যাশ লিগ’(BBL), ওয়েস্ট ইন্ডিজের ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ’(CPL) জনপ্রিয়। এই সমস্ত টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা প্রচুর অর্থ আয় করে। আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার 2021 সালের।

10. শেন ওয়াটসন:-
PicsArt 05 29 01.13.02 copy 1024x1024
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- শেন ওয়াটসন

অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন একজন ব্যাটিং অলরাউন্ডার ছিলেন দেশের হয়ে তিনি 2002 সাল থেকে 2016 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আইপিএল রাজস্থান রয়েলস 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত খেলেন এরপর 2016-17 মৌসুমে তিনি ছিলেন 2018 দুই হাজার কুড়ি সালে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি তার আইপিএল জীবন শেষ করেন। শেন ওয়াটসনের Net Worth 210 কোটি ($30 মিলিয়ন)।

9. যুবরাজ সিং:-
PicsArt 05 29 01.10.10 copy 1280x1280
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- যুবরাজ সিং

ভারতের জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং বিশ্বের ধনী ক্রিকেটারের তালিকা নম্বরে রয়েছে 2000-2017 সাল পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। ‘YouWeCan’ নামক সংস্থা আছে যুবরাজ সিংয়ের যা বিশেষত ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যুবরাজ ভারতের একজন স্টাইলিশ ক্রিকেটের বিভিন্ন ব্র্যান্ড ও বিজ্ঞাপনের সাথে তিনি যুক্ত থাকেন। যুবরাজ সিংয়ের Net Worth 255 কোটি ($35 মিলিয়ন)।

পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার

8. বীরেন্দ্র শেহবাগ:-
PicsArt 05 29 01.01.12 copy 1024x1024
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- বীরেন্দ্র শেহবাগ

ভারতের এই প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান 1999-2013 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নিলেও ধারাভাষ্যকার রূপে তিনি স্টার ইন্ডিয়াতে কাজ করে চলেছেন। এছাড়া তিনি ‘শেহবাগ ইন্টার্নেশনাল স্কুল’ নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় শুরু করেছেন। আন্তর্জাতিক কোম্পানি Adidas, Reebok, Samsung ইত্যাদির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে শেগবাগ কে। বর্তমানে তার  Net Worth 286 কোটি ($40 মিলিয়ন)।

7. জ্যাক ক্যালিস:-
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- জ্যাক ক্যালিস

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান অলরাউন্ডার জ্যাক ক্যালিস 1995 থেকে 2014 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এখনো পর্যন্ত তিনি তালিকায় 7ম স্থানে রয়েছেন। আইপিএলে KKR-এর হলে দীর্ঘদিন খেলেছেন জ্যাক ক্যালিস। অবসর নেওয়ার পর KKR এর ব্যাটিং পরামর্শদাতা রূপে তিনি কাজ করেছেন। জ্যাক কালিসের Net Worth 339 কোটি ($48 মিলিয়ন)।

6. শেন ওয়ার্ন:-
PicsArt 05 29 01.37.23 copy 1024x1024
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়া তথা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন 1992 থেকে 2007 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আইপিএলে রাজস্থান রয়েলস এর হয়েই 2011 সালে তিনি শেষ ম্যাচ খেলেন। এরপর তাকে রাজস্থানের প্রধান কোচ রূপে নিযুক্ত করা হয়। অবসর গ্রহণের পরে তিনি অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলের সাথে যুক্ত আছেন, এছাড়া ধারাভাষ্যকার রূপে তিনি বিভিন্ন সিরিজে কাজ করেন। পেপসি, ভিক্টোরিয়া বিটার, ম্যাকডোনাল্ডস ইত্যাদি আন্তর্জাতিক কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। শেন ওয়ার্নের Net Worth 346 কোটি ($50 মিলিয়ন)।

5. ব্রায়ান লারা:-
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি বাঁহাতি ব্যাটসম্যান 1990-2007 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দীর্ঘদিন আগে অবসর নিলেও ধারাভাষ্যকার রূপে তিনি বর্তমানে কাজ করে চলেছেন। ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি গলফ খেলেছেন, সেখানেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছেন। ‘পার্ল এন্ড বুন্টি লারা’ নামে একটি সংস্থা চালান তিনি, যার মাধ্যমে প্রধানত সামাজিক সমস্যা গুলি নির্মূল করা হয়। ব্রায়ান লারার Net Worth 415 কোটি ($60 মিলিয়ন)।

4. রিকি পন্টিং:-
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং 1995 সাল থেকে 2012 সাল পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক রূপে দুটি বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার দলের সদস্য রূপে 3 টি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেটার রূপে বর্তমানে তার নাম আছে। ধারাভাষ্যকার রূপে কাজ করা ছাড়াও বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করেন। এছাড়া শেষ 3 বছর তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রূপে নিযুক্ত আছেন। রিকি পন্টিংয়ের Net Worth 532 কোটি ($70 মিলিয়ন)।

সেরা 10 ধনী ক্রিকেটার

3. মহেন্দ্র সিং ধোনি:-
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- MS ধোনি

মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে আইপিএল এখনো তিনি খেলে যাচ্ছেন। ভারতের সর্বকালের সফল অধিনায়ক রূপে কাকে গণ্য করা হয়। 2004-2019 সাল পর্যন্ত ভারতের হয়ে তিনি ক্রিকেট খেলেছেন। ISL ফুটবল ক্লাব চেন্নাইয়েন FC-তেও তিনি বিনিয়োগ করেছেন। গোড্যাডি, কোলগেট, রিবোক, টিভিএস মোটরস, রেড বাস, সনি ব্র্যাভিয়া, লেস, আম্রপালী, স্নিকার্স, ওরিয়েন্ট, গাল্ফ অয়েল, পারলে ইত্যাদি ছাড়াও প্রায় জনপ্রিয় সমস্ত কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। আন্তর্জাতিক কোম্পানি Reebok এর সাথে 8 বছর ব্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত ছিলেন MS ধোনি। এছাড়া ‘Se7en’ নমক একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক তিনি। মহেন্দ্র সিং ধোনির Net Worth 860 কোটি ($113 মিলিয়ন)।

2. বিরাট কোহলি:-
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- বিরাট কোহলি

2008 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা থেকে শুরু করে বর্তমান ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা কারুর অজানা নয়। বর্তমানে ভারতের সবচেয়ে দামি ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের মধ্যে ইনস্টাগ্রামে বিরাট কোহলির সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, বর্তমানে 100 মিলিয়ন ছাড়িয়েছে। প্রত্যেকটি বিজ্ঞাপনে বিরাট কোহলি 4 কোটি টাকা আয় করে। 2015 সালে গাড়ি নির্মাণ কোম্পানি Audi-র সাথে চুক্তি হয় তার।

এছাড়া পেপসি, গুগল, হিরো মোটর, কোলগেট ইত্যাদি ছাড়াও বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করে থাকেন। 2018 সালে তিনি Uber এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হন। ISL এর ‘ফুটবল ক্লাব গোয়ার’ co-owner বিরাট কোহলি। এছাড়া Wrogn এবং ওয়ান 8 কোম্পানির কর্ণধার হলেন বিরাট কোহলি। 2019 সালে অনলাইন মোবাইল গেমিং অ্যাপ MPL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হন বিরাট কোহলি। বিশ্বের সর্বাধিক বেতন প্রাপ্ত খেলোয়াড়দের তালিকা তিনি একমাত্র ক্রিকেটার রূপে রয়েছেন। বিরাট কোহলির Net Worth 980 কোটি ($127 মিলিয়ন)।

পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার

1. শচীন টেন্ডুলকার:-
PicsArt 05 29 12.31.36 copy 1024x1024
পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার- শচীন টেন্ডুলকার

ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে যার নাম সবার আগে আসে সে হলো শচীন রমেশ টেন্ডুলকার। 1989 থেকে 2013 দীর্ঘ 24 বছর তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। 2013 সালে ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন শচীন টেন্ডুলকার

অ্যাডিডাস, ক্যানন, ফিলিপস, ব্রিটানিয়া, ভিসা, কাস্ট্রোল, পেপসি, লুমিনাস, বিএমডাব্লু ইত্যাদি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে তিনি কাজ করেছেন। MRF টায়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুপে তিনি দীর্ঘদিন নিযুক্ত ছিলেন। বর্তমানে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান মেন্টরের ভূমিকায় তিনি রয়েছেন। ভারতের pro-kabaddi লীগে তিনি Tamil Thalaivas ফ্র্যাঞ্চাইজি কো-ওনার রয়েছেন। শচীন টেন্ডুলকারের Net Worth 1250 কোটি ($170 মিলিয়ন)।

Previous articleকার্ল মার্কস এর জীবনী।কিভাবে তৈরি হলো কমিউনিস্ট লীগ? karl marx biography in bengali
Next articleভারতীয় ক্রিকেটার যারা সরকারি চাকরি করেন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply