ফেসবুকের মতোই হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে WhatsApp Polls, জেনে নিন বিস্তারিত

আবারো নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ, যার মধ্যে রয়েছে মেসেজ রিএকশন এবং কমিউনিটি এর জন্য নতুন ট্যাব আরো অনেক কিছু। WABetainfo এর একটি রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার, ফিচারটিকে বলা হচ্ছে গ্রুপ পোলিং ফিচার। এই ফিচারটি ইতিমধ্যে ফেসবুকে বেশ জনপ্রিয়, ফেসবুকে যেমন পোল ক্রিয়েট করে ব্যবহারকারীরা অন্যান্যদের মতামত নিতে পারেন ঠিক সেরকমই হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রেও একই ফিচার আসতে চলেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি পোলিং ফিচারটি যুক্ত করা হলে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা উপকৃত হবেন।

ক্রিয়েট পোল এর অপশন অনেক আগে থেকেই ফেসবুক, টুইটার এবং টেলিগ্রামে রয়েছে। ফিচারটির সাহায্যে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে নিজস্ব অপশন দিয়ে থাকেন ইউজাররা যেখানে অন্যান্যরা তাদের পছন্দমতো অপশনটি বেছে নিয়ে ভোট দান করতে পারে এবং তার ফলাফল কিছু সময় পরেই জানতে পারা যায়। হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচার আর কিছুদিন পরেই যুক্ত করা হবে এবং সেই সংক্রান্ত একটি স্ক্রিনশট কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যে একই প্রশ্নে একজন ইউজার কতগুলো অপশন বেছে নিতে পারবেন, যেখানে টেলিগ্রামের ১০টি অপশন দেওয়া যেতে পারে, অন্যদিকে টুইটারে ক্ষেত্রে এই সংখ্যাটি মাত্র ৪। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কতগুলো অপশন যুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন-Poco M4 Pro: ভারতে শুরু হলো বিক্রি, জানুন দাম ও অন্যান্য

হোয়াটসঅ্যাপের নতুন এই পোলিং ফিচার সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইউজাররা মোট কতগুলি পোল তৈরি করতে পারবেন, পোলের উত্তর দেওয়ার জন্য একজন গ্রাহক কতটা সময় পাবেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে একটি রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপের পোলগুলি end-to-end এনক্রিপশন দ্বারা সুরক্ষিত হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সদস্য থাকবেন সেই সমস্ত সদস্যরাই পোলটি দেখতে পারবেন। পোলিং ফিচারটি নিয়ে বর্তমানে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কাজ করে চলেছে এবং আসন্ন আপডেটের মাধ্যমে বিটা ভার্সনটি প্রকাশ করে দেওয়া হবে। আইওএস ২২.৬.০.৭০ বিটা ভার্সন-এ ফিচারটি সর্বপ্রথম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন