ডিজে আলোক বনাম শিরো ফ্রী ফায়ারে কোন চরিত্রটি বেশি উন্নত

ডিজে আলোক বনাম শিরো ফ্রী ফায়ারে কোন চরিত্রটি বেশি উন্নত: বর্তমান সময়ে জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম গুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি গেম ফ্রি ফায়ার তা বলাই যায়। আর এই গেমের আকর্ষণের পাশাপাশি আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই গেমের নানা চরিত্র গুলি। গ্যারিনা ফ্রি ফায়ার গেমের মধ্যে মাঝেমধ্যে কিছু নতুন নতুন চরিত্র নিয়ে আসে। যাদের প্রত্যেকটি চরিত্রের মধ্যে কিছু বিশেষ বিশেষ ক্ষমতা থাকে। তার সঙ্গে চরিত্রের স্টাইলও হয় দেখার মত।

ফ্রী ফায়ারের নতুন 0B26 advance সার্ভারে অনেক নতুন নতুন আপডেট নিয়ে এসেছে। মূলত এই সার্ভারের নতুন আপডেট গুলি বিটা ভার্সনে থাকবে। এই নতুন বিটা ভার্সনে খেলোয়াড়রা নতুন নতুন বৈশিষ্ট্য গুলি খেলতে পারবে। এই নতুন সার্ভারের একটি অন্যতম আকর্ষণ হলো আর একটি নতুন চরিত্র, চরিত্রটির নামকরণ করা হয়েছে শিরো (shirou)।

ডিজে আলোক বনাম শিরো

আর এই নতুন চরিত্র শিরো কেমন, এর কি কি ক্ষমতা আছে? শিরোপা চরিত্রটি এবং ডিজে আলোক কে বেশি উন্নত চরিত্র ফ্রি-ফায়ারের তা জানার জন্য চরিত্র দুটির বিশেষ ক্ষমতা গুলি তুলনা তুলে ধরা হলো।

DJ Alok চরিত্র:- ডিজে আলোকের চরিত্রে যে বিশেষ ক্ষমতা রয়েছে তার নাম ড্রপ দ্যা বিট। ডিজে আলোক এর বিশেষ ক্ষমতা ব্যবহার করলে চরিত্রের চারপাশে 5 মিটার স্থান জুড়ে একটি আলোর বলয় তৈরি হয়, যার মধ্যে আসলে সঙ্গীদের চলাফেরার গতি বেড়ে যায় 10%। এই চরিত্রের ক্ষমতার সাহায্যে 5 সেকেন্ডের জন্য 5HP বাড়িয়ে দেয়। অন্যদিকে চরিত্রটির সর্বোচ্চ লেভেলে থাকলে চলাফেরার গতি বেড়ে যায় 15%। এছাড়া 10 সেকেন্ডের জন্য 5HP বৃদ্ধি পায়। DJ Alok চরিত্রটি active  অ্যাবিলিটি বিশিষ্ট।

আরও পড়ুন – ফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali

আরও পড়ুন – ফ্রী ফায়ার এর মত তিনটি জনপ্রিয় অফলাইন গেম

Shirou চরিত্র:- নতুন চরিত্র শিরো (Shirou)প্যাসিভ অ্যাবিলিটি বিশিষ্ট। তাঁর যে প্যাসিভ ক্ষমতা রয়েছে তার নাম ড্যামেজ ডেলিভার্ড। প্রথম স্তরে থাকলে 50 মিটার দূরত্বে থেকে কেউ আক্রমণ করলে সেই আক্রমনকারী শত্রুকে 3 সেকেন্ডের জন্য চিহ্নিত করতে পারে। এছাড়া চিহ্নিত করা শত্রুর উপর আক্রমণের 10% বেশি বর্ম ভেদ করার ক্ষমতা রয়েছে। ক্ষমতাটির কুল ডাউন এর সময় 50 সেকেন্ড। সর্বোচ্চ লেভেলে থাকলে 100 মিটার দূরত্ব থেকে কেউ আক্রমণ করলে 8 সেকেন্ডের জন্য সেই আক্রমনকারী শত্রুটি কে চিহ্নিত করতে পারে। এই ক্ষেত্রে কুল ডাউন মাত্র 10 সেকেন্ড সময় নেয়। তবে শত্রুকে চিহ্নিত করলেও শুধু চরিত্র ব্যবহারকারী তা দেখতে পারে, সঙ্গীরা ত দেখতে পারে না।

চরিত্র দুটির বিশেষ ক্ষমতা গুলি দেখে বলা যায় Dj আলোক মূলত নিজের 5HP বৃদ্ধি করতে সক্ষম এবং এর ক্ষমতা সর্বোচ্চ স্তরে 10 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করা যায়, সঙ্গে সঙ্গীদের গতি বৃদ্ধি করে। অন্যদিকে শিরো চরিত্র শুধুমাত্র নিজে কিছু সময়ের জন্য শত্রু চিহ্নিত করতে পারে। এছাড়া কর্মভেদ করার ক্ষমতা রয়েছে। সব দিক থেকে বিচার করে বলা যায় Dj আলোক চরিত্রটি শিরো চরিত্র থেকে উন্নত। তবে প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ থাকে, তাই Dj আলোক এর মতই এই নতুন শিরো চরিত্রটিও অনেকের পছন্দ হবে।

Leave a Reply