১১ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম! হতবাক বিজ্ঞানীরা

আমাদের ধরিত্রী সৃষ্টিকাল থেকেই এমন ছিলনা এটা হয়তো সকলেই জানেন। পৃথিবীতে বহুবছর আগে বাস করত ডাইনোসরের মত অদ্ভুত সব প্রাণীরা। যারা বর্তমানে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোন এক সময় পৃথিবীতে দাপিয়ে বেড়াতে বৃহৎ আকারের এই যন্তুরা। তবে নব্বইয়ের দশকে এই ধরনের প্রাণী সম্পর্কে বিজ্ঞানীদের ধারনা ছিল সামান্য। এর পরবর্তীতে বিভিন্ন আবিষ্কারের পর বিজ্ঞানীরা জানতে পারেন এই ধরনের প্রাগৈতিহাসিক প্রাণী সম্পর্কে। সম্প্রতি বিজ্ঞানীরা নতুন আরো একটি প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেছেন যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বিজ্ঞানমহলে। খোঁজ মিলেছে তীক্ষ্ণ এবং সাঁজোয়া আকৃতির চামড়া যুক্ত এক অদ্ভুত ডাইনোসরের, যারা আজ থেকে প্রায় ১০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। ডাইনোসরের এই জীবাশ্মের বয়স কাল প্রায় ১১ কোটি বছর। বিজ্ঞানীরা এই সরীসৃপের নাম দিয়েছেন অ্যাঙ্কাইলোসোর। স্টেগোসরাসের সঙ্গে এর মিল রয়েছে অনেকটাই।

জীবাশ্ম থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন জুরাসিক যুগের শেষদিকে পৃথিবীর বিভিন্ন অংশে ঘুরে বেড়াতো এটি। গবেষণাপত্র অনুযায়ী এই ধরনের সরীসৃপ অধিকাংশ বসবাস করত আফ্রিকাতে এবং এটি সম্পর্কে তাদের ধারনা এই ধরনের আরও আকর্ষণীয় আবিষ্কার আফ্রিকা থেকে করা যেতে পারে। যে কারণে সেখানে চালিয়ে যাচ্ছেন তারা।

আরো পড়ুন-‘World’s northernmost Island’-এর আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

ডাইনোসরের নতুন এই প্রজাতিটি আবিষ্কার করা হয়েছে লন্ডনে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে মিউজিয়ামে থাকা NHMUK PV R37412 জীবাশ্মের উপর এক্সরে পদ্ধতিতে বিশ্লেষণ করে। জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা জানিয়েছেন ১৬৩ থেকে ১৬৮ মিলিয়ন বছর আগে এই ধরনের প্রাণী বিচরণ করত পৃথিবীতে। এদের দেহে একটি বড় খোলস পেটের নিচে এবং পিঠের দিকে ঝুলে থাকতো। এই ধরনের আবৃতি এখনো পর্যন্ত কোন মেরুদন্ড যুক্ত প্রাণীর মধ্যে খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও এই সরীসৃপ প্রাণী গুলির মাংসপেশি ছিল পাঁজরের পৃষ্ঠ জুড়ে। বিজ্ঞানীরা এই ধরনের আবিষ্কারে বেশ উৎসাহিত হয়েছেন।

“১১ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম! হতবাক বিজ্ঞানীরা”-এ 1-টি মন্তব্য

Leave a Reply