‘Shiddat’ গানে Yohani-র বলিউড ডেবিউ, মুহূর্তে ভাইরাল ভিডিও

'Shiddat' গানে Yohani-র বলিউড ডেবিউ, মুহূর্তে ভাইরাল ভিডিও

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি গান বেশ ভাইরাল হয়, গানটির গায়িকা ছিলেন শ্রীলংকান সংগীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। আশা করি বুঝতে পেরেছেন এখানে কোন গানটির কথা বলা হচ্ছে। হ্যাঁ! ঠিকই ধরেছেন ‘মানিকে মাগে হিতে‘। দর্শকের সংখ্যার নিরিখে বর্তমানে সবচেয়ে ভাইরাল এই গানটি। ইতিমধ্যে ভারতের বেশ কয়েকজন নামিদামি শিল্পীই এই গানটি গেয়েছেন। গানটি জনপ্রিয়তা কতটা সেকথা বলা বাহুল্য।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কান সংগীতশিল্পী ইয়োহানি জানিয়েছিলেন তিনি বলিউডের গান গাইতে চান, যে কারণে তিনি হিন্দি ভাষাও শিখছেন। তিনি এও বলেন তার সবচেয়ে পছন্দের সংগীত পরিচালক এ. আর. রহমান। যেমনটা তিনি বলেছিলেন তেমনটা করেও দেখিয়েছেন। মঙ্গলবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর অফিশিয়ালি বলিউডে ডেবিউ করলেন ইয়োহানি। মঙ্গলবার তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের একটি গান প্রকাশ করেন তিনি। তাঁর প্রকাশিত প্রথম এই হিন্দি গানটির নাম ‘শিদ্দত‘ (Shiddat)। রাধিকা মদন এবং সানি কৌশল অভিনীত ছবির টাইটেল ট্রাক গেয়েছেন ইয়োহানি। এই গানটির সুর এবং লেখক মনন ভারতদ্বাজ

ইয়োহানির বলিউডে ডেবিউ এই গানটি থেকেই। তবে গানটি কপি করেননি তিনি। মানিকে মাগে হিতের মতোই নিজস্ব স্টাইলের গানটি গেয়েছেন। বর্তমানে গানটির দর্শক সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়েছে। সঙ্গেই নেটিজেনদের প্রশংসার ছড়াছড়ি চারিদিকে। তার প্রথম হিন্দি গান শুনে মুগ্ধ ভারতীয়রা।

আরো পড়ুন-নেট দুনিয়া কাঁপাচ্ছে মানিকে মাগে হিঠে গান। ভাইরাল হলেন সিংহলি গায়িকা

এখানেই শেষ নয়, ভারতে একটি কনসার্টের আমন্ত্রণও পেয়েছেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামে এবং ৩ অক্টোবর হায়দ্রাবাদে লাইভ কনসার্ট করতে আসছেন শ্রীলংকান সংগীতশিল্পী। এই কনসার্ট প্রসঙ্গে তিনি জানান- “ভারত থেকে এতো ভালোবাসা পেয়ে আমি আপ্লুত এবং আগামী কনসার্ট নিয়ে আমি বেশ উৎসাহিত। ভারতে লাইভ পারফর্ম করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছি।”

Previous article১১ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম! হতবাক বিজ্ঞানীরা
Next articleনাসা প্রকাশিত মহাকাশের ছবিতে স্পষ্ট দেখা দিল ‘হ্যান্ড অফ গড’
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply