2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার দল: আসন্ন ২০২২ টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা হল শ্রীলংকার, দেখে নিন বিশদে। শ্রীলঙ্কা সদ্য ভারত ও পাকিস্তান কে হারিয়ে এশিয়া কাপের বিজেতা হয়েছে যা শ্রীলংকার দলকে আরো উজ্জীবিত করেছে আসন্ন বিশ্বকাপের জন্য। যার ফলে শ্রীলংকার সমর্থকরা আসার আলো দেখতে পাচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বকাপে।
2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার দল

- শানাকা (অধিনায়ক)
- গুনাথিলাকা
- পি. নিসাঙ্কা
- কে. মেন্ডিস
- সি. আসালঙ্কা
- বান্দরা
- পি. জয়াভিক্রমা
- বি. রাজাপাকসা
- ডি সিলভা
- হাসরাঙ্গা
- মি. থেকশান
- জে. ভ্যান্ডারসে
- ডি. চান্দিমাল
- বি. ফার্নান্দো
- সি.করুণারত্নে
- ডি. ছামেরা
- এল. কুমার
- ডি. মধুশঙ্কা
- পি. মধুশান
- ফার্নান্দো
আরো পড়ুন- 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হলো