2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা হলো

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা হলো

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল: আগামী মাসে শুরু হতে চলা আইসিসি t20 বিশ্বকাপ ২০২২ সালে এক এক করে প্রত্যেকটি দেশ তাদের ১৫ জন সদস্যের দল ঘোষণা করছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করেছে যার নিচে দেওয়া হল।

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল

IMG 20220918 7541
  1. এন. পুরান (অধিনায়ক)
  2. আর. পাওয়েল (সহ অধিনায়ক)
  3. এস. হেটমায়ার
  4. জে. হোল্ডার
  5. ই. লুইস
  6. কে. মায়ার্স
  7. ওয়াই ক্যারিয়াহ
  8. জে চার্লস
  9. উঃ হোসেইন
  10. উঃ জোসেফ
  11. মিক্কোয়
  12. আর. রিফার
  13. স্কট্ৰেল
  14. বি কিং
  15. ও. স্মিথ

আরো পড়ুন 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হলো

Previous article2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হলো
Next article2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার দল, দেখেনিন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply