2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হলো

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় দল। 15 জন সদস্যের ভারতীয় দলে অভিজ্ঞ ও তারান্নোর সামঞ্জস্য রেখে দল গঠন করা হয়েছে। আবার অনেক স্টার প্লেয়ারকে স্কোয়াডের বাইরের রাখা হয়েছে যা নিয়ে রয়েছে দ্বিমত।

অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022, যা চলবে 13 নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস আপনারা নিচের দেওয়া লিংক থেকে দেখতে পারবেন।

আরো পড়ুন- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল

IMG 20220914 46785
image credit-BCCI
  1. রোহিত শর্মা (অধিনায়ক)
  2. কেএল রাহুল (সহ-অধিনায়ক)
  3. বিরাট কোহলি
  4. সূর্যকুমার যাদব
  5. দীপক হুডা
  6. ঋষভ পান্ত (উইকেট-রক্ষক)
  7. দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক)
  8. হার্দিক পান্ড্য
  9. আর অশ্বিন
  10. যুজবেন্দ্র চাহাল
  11. অক্ষর প্যাটেল
  12. জাসপ্রিত বুমরাহ
  13. ভুবনেশ্বর কুমার
  14. হর্ষাল প্যাটেল
  15. আরশদীপ সিং

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল, স্ট্যান্ডবাই খেলোয়ার

  1. মো: শামি
  2. শ্রেয়াস আইয়ার
  3. রবি বিষ্ণোই
  4. দীপক চাহার
Previous articleজেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: নয়া এলিয়েন গ্রহের সন্ধান পেল নাসা
Next article2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা হলো
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

4 COMMENTS

Leave a Reply