জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: নয়া এলিয়েন গ্রহের সন্ধান পেল নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: নয়া এলিয়েন গ্রহের সন্ধান পেল নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: মহাকাশে নতুন এক এলিয়েন গ্রহের আবিষ্কার করল নাসা, আর এই আবিষ্কার সম্ভব হয়েছে নাসার অন্যতম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের হাত ধরে।

মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন (NASA) কিছুদিন আগেই তাদের সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপটি মহাকাশে লঞ্চ করেছিল, যে টেলিস্কোপের নাম ছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (james Webb space telescope)। মহাকাশে এই টেলিস্কোপটি তার মিশন শুরু করার পর থেকেই বিভিন্ন রকম তথ্য পৃথিবীতে প্রেরণ করে চলেছে, যে তথ্যগুলি একে অপরকে বিস্ময়ের দিক থেকে ছাপিয়ে গিয়েছে। সম্প্রতি এই টেলিস্কোপ দ্বারা প্রেরিত নতুন এক তথ্য সামনে এসেছে যা অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের।

মহাকাশে জেমস ওয়েব পেস্ট টেলিস্কোপ এমন এক এলিয়েন গ্রহের আবিষ্কার করেছে যা দেখে হতভাগ বিজ্ঞানীরা। বালির মেঘ দ্বারা আবৃত নতুন এই গ্রহটি আবিষ্কার সম্ভব হয়েছে টেলিস্কোপ এর NIRSpec MIRI সেন্সর গুলির সাহায্যে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রথম এই ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন তারা। সবথেকে বিস্ময়কর তথ্য হলো পৃথিবী থেকে ৭২ আলোকবর্ষ দূরে এই ব্রাহ্মণ গ্রহটির অবস্থান। এই গ্রহটি দুটি ক্ষুদ্র লাল বামুন নক্ষত্রকে প্রদক্ষিণ করে ঘুরে চলেছে। এই গ্রহটির নাম VHS 1256b

আরো পড়ুন – Cat’s eye Nebula: আন্তর্জাতিক বিড়াল দিবসে নাসার নতুন উপহার

প্রথমবার এই এক্সোপ্ল্যানেট-টি আবিষ্কার করা হয়েছিল ২০১৬ সালে, এর লালচে বর্ণের কারণে বিজ্ঞানীরা বেশ অবাক হয়েছিলেন। তারা অনুমান করেছিলেন হয়তো ওই গ্রহের বায়ুমণ্ডলের কারণেই এই গ্রহের রং লাল। একটি রিপোর্ট অনুযায়ী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিজ্ঞানীদের সেই অনুমানকে সঠিক প্রমাণ করেছে। জানা গিয়েছে ওই গ্রহের বায়ুমন্ডলে মিথেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, জল, সোডিয়াম ও পটাশিয়াম রয়েছে। এই পদার্থ গুলির জন্যে এই গ্রহের বায়ুমণ্ডল লাল এবং অতিমাত্রায় বিশৃংখল।

Previous articleআইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী|icc t20 world cup 2022 time table in Bengali
Next article2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হলো
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply