অভিষেক ম্যাচেই অবসর – এরকম বিরল কৃতিত্ব আছে একজনেরি

ক্রিকেট জগতে বিভিন্ন রকম রেকর্ডের সম্মুখীন আমরা হয়েছি যেগুলি প্রতিনিয়ত ঘটে আসছে। কিন্তু এমন এক কৃতিত্ব যা বিশ্বের আর কোন ক্রিকেটারের নেই। অভিষেক ম্যাচেই অবসর তিনি এমন এক কিংবদন্তি ক্রিকেটার যাকে আমরা সবাই ‘The Wall’ বলেই জানি রাহুল দ্রাবিড়। আপনারা হয়তো জানলে অবাক হবেন রাহুল দ্রাবিড় তার ক্যারিয়ারে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যে ম্যাচটিতে তিনি অবসর নিয়েছেন।

প্রসঙ্গত ২০১১ সালে রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের মাটিতে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। সেখানেই তিনি তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন। তার অভিষেক এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে রাহুল দ্রাবিড় ৩১ রান করেন ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে।

আরো পড়ুন- আইপিএল 2022 Retained খেলোয়ারদের তালিকা, 8 ফ্র্যাঞ্চাইজি

সম্প্রতি এই কিংবদন্তি ক্রিকেটার এর জন্মদিন গেছে, যেখানে শুভেচ্ছার বন্যা ভেসে এসেছে দেশ-বিদেশ থেকে। রাহুল দ্রাবিড়ের ডাকনাম ছিল জ্যামি, সংবাদ মাধ্যম অনুসারে রাহুল দ্রাবিড়ের বাবা কিষান কোম্পানিতে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জ্যাম খেতে খুবই ভালবাসতেন সেই কারনেই তার ডাকনাম জ্যাম ছিল। T20 না খেললেও রাহুল দ্রাবিড় ৩৪৪টি ওয়ানডে ও ১৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন।

রাহুল দ্রাবিড়ের রানের সংখ্যা
  • টেস্ট ক্রিকেট- ১৩২৮৮
  • ওয়ানডে ক্রিকেট- ১০৮৮৯

“অভিষেক ম্যাচেই অবসর – এরকম বিরল কৃতিত্ব আছে একজনেরি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন