70 বছর পুরনো একটি গ্রামের খোঁজ পাওয়া গেল ইতালিতে, দেখুন তার ছবিগুলি

ইতালির রোমে একটি হ্রদের নিচে প্রায় 70 বছর পুরনো একটি গ্রামের হদিশ পাওয়া গেল। জানা গিয়েছে অতীতে গ্রামটির নাম ছিল কিউরন। প্রায় 100 জন মানুষ এই গ্রামটিতে বসবাস করত। 1950 সালে এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরীর জন্য কাজ শুরু হলে বন্যার জলে গ্রামটি তলিয়ে যায় এবং সেখানকার গ্রামবাসীরা অন্যত্র সরে যায়।

পরবর্তীকালে একটি কৃত্রিম হ্রদে রূপান্তরিত হয় গ্রামটি, হ্রদটির নাম ছিল রেসিয়া। সম্প্রতি কিছুদিন ধরে এই হ্রদের থেকে জল বার করা শুরু হলে ধীরে ধীরে গ্রামটিই ধ্বংসবসেসের কিছু ছবি উঠে আসে। ইন্টারনেটের বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে জলের মধ্যে থাকে একটি পুরনো গির্জা স্তম্ভ দাঁড়িয়ে আছে। এছাড়া জল যত কমানো হতে থাকে তত পুরনো দিনের ঘরবাড়িগুলো সিঁড়ি, নির্মাণ গুলি বার হতে থাকে।

PicsArt 05 21
Image source-Twitter

আরো পড়ুন- পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ। যে 65 বছর স্নান করেনি, দেখুন তার ছবি

গ্রামটি তলিয়ে যাওয়ার কারণ হল একটি বাঁধের নির্মাণ, আসলে 1950 সালে এই গ্রামটির পাশে দুটি হ্রদ ছিল। এই দুটি হ্রদ কে একত্রিত করতে গিয়েই গ্রামটি তলিয়ে যায় জলের তলায় বলে জানা যাচ্ছে।

হঠাৎই 70 বছরের পুরনো এই গ্রামের হদিস মেলায় স্থানীয় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে এবং নেট মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে এটাকে নিয়ে চর্চা হচ্ছে।

“70 বছর পুরনো একটি গ্রামের খোঁজ পাওয়া গেল ইতালিতে, দেখুন তার ছবিগুলি”-এ 1-টি মন্তব্য

Leave a Reply