নাসা শেয়ার করল Orion Nebula এর ছবি, যা হতবাক করেছে নেটিজেনদের

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। যে ছবি দেখে মন মুগ্ধ প্রায় সকল মহাকাশপ্রেমি এবং নেটিজেনরা। এই ছবিটি অরিয়ন নেবুলা (ORION NEBULA)-এর। আর ছবিটি এতটাই সুন্দর যারা একবার দেখেছেন তারাই মুগ্ধ হয়েছেন।

আরও পড়ুন-70 বছর পুরনো একটি গ্রামের খোঁজ পাওয়া গেল ইতালিতে, দেখুন তার ছবিগুলি

নাসা তাদের অফিশিয়াল ইনস্টাগ্রম অ্যাকাউন্টে অরিওন নেবুলার ছবি প্রকাশ করেছে। যেটি পৃথিবী থেকে মাত্র ১,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আর সাথেই এটি পৃথিবীর সবচেয়ে কাছের নেবুলা হয়ে উঠেছে বর্তমানে। দেখুন সেই ছবি।

ছবিটিতে নেবুলার সাথে লক্ষ্য করা গেছে অরিয়ন বারের। যে বারটি গ্যাস ও ধূলি কণা দ্বারা সৃষ্ট। এটি অরিয়ন নেবুলার নিচেই অবস্থিত। এর অবস্থান কোথায় সেটি খুব ভালভাবেই জানে নাসা। যে কারণে তারা একটি বিবৃতিতে বলেন, এটিকে খালি চোখেও দেখা সম্ভব। এই নেবুলা টি M42 নামেও পরিচিত।

মন্তব্য করুন