হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার, রইল তালিকা

ফেসবুক অধিগৃহীত সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বজুড়ে মেসেজিং অ্যাপ-এ প্রথমেই জায়গা করে নিয়েছে এই অ্যাপটি। ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই এই ম্যাসেজিং অ্যাপ-এ যুক্ত হতে চলেছে বেশ কয়েকটি নতুন ফিচার। তারা এও জানান নতুন ফিচারগুলি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ভার্সনেই লঞ্চ করা হবে। হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া নতুন এই ফিচারগুলো সম্পর্কে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবসাইট WABetainfo বিভিন্ন স্ক্রিনশট প্রকাশ করেছে। যদিও বেশ কয়েকটি ফিচার ইতিমধ্যেই যুক্ত হয়েছে বিটা ভার্সনে। বাকি ফিচারগুলো আর কয়েক দিনের মধ্যেই লঞ্চ হতে পারে এমনটাই জানিয়েছে সংস্থার।

কি কি ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে?

মেসেজ রিঅ্যাকশন- প্রথমেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলা একটি দুর্দান্ত ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার এর মতই হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে চলেছে মেসেজ রিঅ্যাকশন ফিচার। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে আগত যে কোন মেসেজ অথবা অডিও এবং ভিডিও ফাইলে ইউজাররা নিজের পছন্দমত রিঅ্যাকশন দিতে পারবেন। মেসেজ এর উপর হোল্ড করে পছন্দমত রিয়াকশন ব্যবহার করা যাবে এই ফিচারের সাহায্যে।

নতুন চ্যাট বাবল ডিজাইন- নতুন ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিটা অ্যাপলিকেশনে যুক্ত হয়েছে। এই ফিচারের সাহায্যে আরো বড় এবং নতুন ভাবে সবুজ রং যুক্ত হবে চ্যাট বাবলে। লাইট এবং ডার্ক উভয় মোডেই নতুন এই ফিচারটি যুক্ত করা হবে।

ফটো এডিটিং টুলস- whatsapp web অথবা ডেস্কটপ অ্যাপ-এ নতুন ফটো এডিটিং টুল যুক্ত করা হবে। এই ফিচারের সাহায্যে ছবিতে স্টিকার যোগ করা যাবে। ওয়েব ভার্শন এর ক্ষেত্রে ছবি ক্রপ এবং ড্রইং টুলের সাহায্যে ছবির উপরে ড্রইং করতে পারবে ইউজাররা।

ভয়েস ম্যাসেজ পাঠানোর আগে শুনে নিতে পারবেন সেই মেসেজ- হোয়াটসঅ্যাপে সবথেকে প্রয়োজনীয় একটি ফিচার যুক্ত হতে চলেছে। ভয়েজ মেসেজ পাঠানোর আগেই ইউজাররা সেটি শুনে নিতে পারবেন। যদি অপছন্দ হয় তবে সেটি ডিলেট করার অপশনও থাকবে।

কন্টাক্ট কার্ডের নতুন ডিজাইন- বর্তমানে হোয়াটসঅ্যাপে যে ভাবে কন্টাক্ট পাঠানো যায় সেই ডিজাইন পরিবর্তন হতে চলেছে আগামী দিনে। WABitainfo-এ প্রকাশ পাওয়া একটি স্ক্রিনশট অনুযায়ী কন্টাক্ট নামের পাশে থাকা ইনফো অপশনটি সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রোফাইল পিকচারের ক্ষেত্র আনা হয়েছে পরিবর্তন।

আরো পড়ুন-Instagram Updates: তরুণ প্রজন্মের নিরাপত্তায় যুক্ত হতে চলেছে নতুন ফিচার

পেমেন্ট শর্টকার্ট- বর্তমানে হোয়াটসঅ্যাপে পেমেন্ট অপশনটি বেশ জনপ্রিয় হয়েছে ইউজারদের মাঝে। জানা গিয়েছে পেমেন্টের ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত হবে হোয়াটসঅ্যাপে। WABetainfo দ্বারা প্রকাশ পাওয়া স্ক্রিনশট অনুযায়ী ক্যামেরা এবং অ্যাটাচমেন্ট-এর মাঝখানে যুক্ত হবে নতুন একটি পেমেন্ট বাটন।

“হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার, রইল তালিকা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন