A থেকে Z পর্যন্ত ইংরেজি বর্ণমালা
No. | Capital letter | Small letter |
---|---|---|
1 | A | a |
2 | B | b |
3 | C | c |
4 | D | d |
5 | E | e |
6 | F | f |
7 | G | g |
8 | H | h |
9 | I | i |
10 | J | j |
11 | K | k |
12 | L | l |
13 | M | m |
14 | N | n |
15 | O | o |
16 | P | p |
17 | Q | q |
18 | R | r |
19 | S | s |
20 | T | t |
21 | U | u |
22 | V | v |
23 | W | w |
24 | X | x |
25 | Y | y |
26 | Z | z |
A থেকে Z পর্যন্ত ইংরেজি capital letter

A থেকে Z পর্যন্ত ইংরেজি small letter

ইংরেজি বর্ণমালায় মোট 26 টি বর্ণ রয়েছে যার মধ্যে পাঁচটি vowels বা স্বরবর্ণ রয়েছে ও 21 টি consonants ব্যঞ্জনবর্ণ রয়েছে।
Vowels বা স্বরবর্ণ- A, E, I, O, U
consonants ব্যঞ্জনবর্ণ- B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, X, Z
A থেকে Z পর্যন্ত ইংরেজি বর্ণমালা ভিডিও
A থেকে Z পর্যন্ত ইংরেজি বর্ণমালা দিয়ে শব্দ গঠন, A থেকে z পর্যন্ত শব্দ গঠন
- A- Apple (আপেল)
- B- Ball (বল)
- C- cat (বিড়াল)
- D- Dog (কুকুর)
- E- Elephant (হাতি)
- F- Fox (শেয়াল)
- G- Goat (ছাগল)
- H- Horse (ঘোড়া)
- I- Icecream (আইসক্রিম)
- J- Jump (লাফ দেওয়া)
- K- King (রাজা)
- L- Legs (পা)
- M- Mother (মা)
- N- Nose (নাক)
- O- Orange (কমলালেবু)
- P- parrot (টিয়া পাখি)
- Q- Queen (রানী)
- R- Rain (বৃষ্টি)
- S- Soccer (ফুটবল)
- T- Temple (মন্দির)
- U- Umbrella (ছাতা)
- V- Vegetable (শাকসবজি)
- W- Window (জানালা)
- X- Xmas (বড়দিন)
- Y- Yellow (হলুদ)
- Z- Zoo (চিড়িয়াখানা)
আরো পড়ুন- বাংলা বর্ণমালা। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি
ইংরেজি বর্ণমালার ইতিহাস:-
ইংরেজি বর্ণমালা (English alphabet) যা সারা বিশ্বের যোগাযোগ বা কথোপকথনের মাধ্যম। যে ভাষা বর্তমানে আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে কিন্তু আপনারা কি জানেন এই ইংরেজি ভাষার জন্ম হলোইবা কিভাবে কোথা থেকে এলো এই ভাষা।
পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের পর ইংল্যান্ডে সেলটিক (Celtic tribe) নামের এক জাতি বসবাস করত তেমনি ইংল্যান্ডের প্রতিবেশী দেশ জার্মানিতে তিনটি উপজাতি বসবাস করত 1.Angles, 2.Saxon 3.Jutes। জার্মানির এই তিনটি উপজাতি মিলে ইংল্যান্ডে হামলা করে এবং দখল করে নেয় এবার যেহেতু নতুন দুটি ভিন্ন জাতির লোক একসাথে বসবাস করছিল সেই কারণে তাদের মধ্যে কথোপকথন সমস্যা দেখা দেয় ফলে তাদের মধ্যে একটি নতুন ভাষার জন্ম নেয় আর সেটি হল ‘এংলো সেকশন'(Anglo Saxon) ভাষা। যা বর্তমানে পুরাতন ইংরেজি বা old English নামে পরিচিত।
A থেকে Z পর্যন্ত ইংরেজি বর্ণমালা
Old English বা পুরাতন ইংরেজি শব্দ-
পুরাতন ইংরেজি শব্দ মোট 29 টি যে গুলি হল, A B C D E F G H I K L M N O P Q R S T V X Y Z & ⁊ Ƿ Þ Ð Æ
এরপর অষ্টম শতাব্দীতে ইংল্যান্ডের উপর আবারও আক্রমণ হয় এবার আক্রমণ করে ‘স্ক্যান্দি নাভিয়ান'(Scandi navians)। স্ক্যান্ডিনেভিয়ান রা হল বিশেষত নরওয়ে ও ডেনমার্কের লোক এরা ইংল্যান্ডে আরও তিনটি ভাষা নিয়ে এসেছিল 1.Latin 2.Spanish 3.French। এই সব ভাষার মিশ্রণে আরও এক নতুন ভাষার জন্ম হয় যার নাম Anglish যা পরবর্তীকালে ইংলিশে(English) রূপান্তরিত হয়।
ভাষার সাথে ইংল্যান্ডের নাম ছিল Angles land যা পরবর্তীকালে ইংল্যান্ডে(England) পরিণত হয়। এরপর 13 century-তে ‘জিওফ্রে চসার’ (Geoffrey Chaucer) ইংরেজি ভাষার আমূল পরিবর্তন করে যার জন্য তাকে father of english language বলা হয়ে থাকে। এর পরবর্তীকালে ইংরেজি শব্দে গ্রিক শব্দ ও সংস্কৃত শব্দ জুড়ে যার ফলে ভাষার কিছু পরিবর্তন আসে বর্তমানে প্রতিদিন ইংরেজি শব্দে নতুন নতুন শব্দ যোগ হচ্ছে।
(Q&A)কিছু শিক্ষনীয় প্রশ্ন উত্তর:-
ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ/Vowels কয়টি?
-5 টি, A, E, I, O, U
ইংরেজি বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ/Consonants কয়টি?
-19 টি, B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, X, Z
ইংরেজি ভাষার জনক কাকে বলা হয়?
-জিওফ্রে চসার (Geoffrey Chaucer) কে।
ইংরেজি ভাষার জন্ম কত সালে?
-পঞ্চম শতাব্দীতে।
[…] আরো পড়ুন- A থেকে Z পর্যন্ত ইংরেজি বর্ণম… […]