Honda E-Scooter: ২০২৪ সালে হণ্ডা লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার

Honda E-Scooter: হন্ডার তরফ থেকে ভারতে নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথা জানানো হয়েছে।আগামী বছরের মার্চ মাসের মধ্যেই লঞ্চ হবে এই ইলেকট্রিক স্কুটার।

ভারতে হন্ডা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। হন্ডার তরফ থেকে জানানো হয়েছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করা হবে এই ইলেকট্রিক স্কুটারটি। ইতিমধ্যেই দেশে বিভিন্ন স্কুটার এবং টু হুইলার নির্মাতা কোম্পানিগুলি তাদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে, হন্ডাও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই।

আরো পড়ুন -Activa 6G Scooter: Honda-র নতুন প্রযুক্তির স্কুটার, দাম মাত্র ৭৪ হাজার টাকা

হন্ডার ম্যানেজিং ডিরেক্টর ওগাতা জানিয়েছেন ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই হন্ডা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে ভারতে। এই স্কুটার শুধুমাত্র ভারতের জন্যই ডিজাইন করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন তাদের প্রথম এই ইলেকট্রিক স্কুটারে ফিক্সড ব্যাটারি এবং সোয়াপেবল ব্যাটারি ব্যবহার করে দুটি নতুন মডেল তৈরি করবেন তারা এবং সারা দেশ জুড়ে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরির কথা ভাবছে হণ্ডা।

“Honda E-Scooter: ২০২৪ সালে হণ্ডা লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার”-এ 2-টি মন্তব্য

Leave a Reply