সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলেন আমির খান। কিন্তু কেন?

ভারতের বলিউড সুপারস্টার আমির খান সোমবার দিন ঘোষণা করে যে, সে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছেন। এর সঙ্গে তিনি আরো বলেন যে ভবিষ্যতে তার সমস্ত ফিল্মের আপডেট ও খবরা খবর তারপর প্রোডাকশন হাউজের নতুন অ্যাকাউন্ট @akppl_official পেজে দেওয়া হবে। একাউন্টের পুরো নাম ‘আমির খান প্রোডাকশন অফিশিয়াল‘। একাউন্টটি টুইটার এবং ইনস্টাগ্রামে উপলব্ধ আছে।

ইতিমধ্যে টুইটারে আমির খানের একাউন্ট মুছে ফেলা হয়েছে। আমির খান সোশ্যাল মিডিয়ায় খুবই কম ব্যবহার করত, সেই কারণে নিজের প্রোডাকশন হাউজের নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন তিনি। পরবর্তী আসন্ন সমস্ত সিনেমার খবর ওই অ্যাকাউন্টে পাওয়া যাবে বলেছেন আমির খান।

আরো পড়ুন- মুক্তি পেল সাইনা নেওয়ালের বায়োপিকের টিজার। দেখে নিন

আমির খানের আসন্ন সিনেমার নাম “লাল সিং চড্ডা” যেটি ২০২১ সালের বড়দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটিতে আমির খানের সাথে প্রধান চরিত্রে রয়েছেন করিনা কাপুর। ছবির পরিচালক এডডাইন চন্দন, সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রীতম, ছবিটির সম্ভাব্য মুক্তির দিন ২৪ শে ডিসেম্বর ২০২১।

সোশ্যাল মিডিয়ায় থেকে সরে যাওয়ার পর আমির খান বলেছেন, “এখন থেকে মিডিয়ার ভূমিকা অনেক বড় হয়ে গেল। আমি কেবলমাত্র মিডিয়ার মাধ্যমে আমার শ্রোতাদের সাথে যোগাযোগ করব। আমি আপনাদের আন্তরিক ভাবে বিশ্বাস করি”।

হিন্দি সিনেমা জগতে আমির খান একজন কিংবদন্তী অভিনেতা তারে জামিন পার, 3-ইডিয়টস, লাগান, দঙ্গল তার জনপ্রিয় সিনেমা গুলির মধ্যে অন্যতম।

“সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলেন আমির খান। কিন্তু কেন?”-এ 1-টি মন্তব্য

Leave a Reply