বিজ্ঞানীদের নতুন গবেষণা, এই ৬০ টি গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত

মহাকাশ জুড়ে গ্রহের সংখ্যা অগুনতি, এর পরিমাণ এতটাই বেশি যে এখনো পর্যন্ত মাত্র কয়েক শতাংশই আবিষ্কার করা সম্ভব হয়েছে। শুধু তাই নয় গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন গবেষকেরা, পৃথিবীর বাইরে ওইসব গ্রহে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা মূলত সেই বিষয়ে খোঁজ চলছে বহু বছর ধরেই। যে তালিকায় শীর্ষে রয়েছে পৃথিবীর নিকটস্থ লাল গ্রহ মঙ্গল, এছাড়াও পৃথিবীর উপগ্রহ চাঁদে মানুষ বসবাস এর যোগ্য পরিবেশ তৈরী হওয়া সম্ভব কি-না সে বিষয়ে গবেষণা চালাচ্ছেন তারা।

সম্প্রতি এই ধরনের গবেষণার উপরে নতুন এক তথ্য প্রকাশ পেয়েছে, যে তথ্য প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানমহলে। ভারতীয় গবেষক দলের দুইজন কার্তিক ভাটিয়া এবং জ্যোতির্ময় সরকার ও একজন অধ্যাপক এমন ৬০ টি গ্রহ অনুসন্ধান করে বের করেছেন যেখানে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিজ্ঞানীরা মোট ৫০০০ গ্রহের থেকে ৬০টি গ্রহকে খুঁজে বের করেছেন। এই ৬০টি গ্রহ কে আলাদাভাবে বেছে নেওয়ার জন্য তারা ব্যবহার করেছেন মাল্টি স্টেজ Memetic Binary Tree Anomaly Identifier (MSMBTAI)। এই আবিষ্কার গবেষক দের মাঝে কতটা চাঞ্চল্য ছড়িয়েছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখেনা।

যে পদ্ধতিতে গবেষকরা এই গবেষণাটি চালিয়েছিলেন তা হল অনেক গ্রহের মধ্যে ব্যতিক্রমী গ্রহগুলোকে খুঁজে বের করার পদ্ধতি। Novel multi-stage Memetic (MSM) অ্যালগরিদম এর সাহায্যে এই ব্যতিক্রমী গ্রহগুলোকে খুঁজে বের করা হয়েছে। এই অ্যালগরিদম হল একটি স্ক্রিনিং টুল যার সাহায্যে গ্রহ গুলির উপর প্রাণের বসবাসযোগ্যতা সম্পর্কে গবেষণা করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ধরনের গ্রহ গুলি আলাদাভাবে খুঁজে নেওয়ার জন্য তারা পৃথিবী কে একটি উদাহরণ হিসেবে দেখেছিলেন। এ যাবৎ খোঁজ পাওয়া কয়েক হাজার গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী হলো বসবাসযোগ্য আর এই ধরনের বৈশিষ্ট্যগুলোর সাহায্য নিয়েই গবেষণা চালিয়েছিলেন তারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে হাজার-হাজার গ্রহ অনুসন্ধান করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন ব্যতিক্রমী গ্রহগুলোকে খুঁজে বের করার জন্য।

আরো পড়ুন-মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে বায়ুপ্রবাহের এক অত্যাশ্চর্য ছবি প্রকাশ করল ইউরোপীয় স্পেস এজেন্সি

পৃথিবীর মতো সামঞ্জস্যপূর্ণ অন্যান্য যে গ্রহগুলো খুঁজে পাওয়া গিয়েছে সেই গ্রহ গুলিকে ব্যতিক্রমী গ্রহ হিসেবে ধরে নিয়ে মোট ৬০ টি গ্রহ খুঁজে পেয়েছেন তারা। গ্রহগুলির পৃষ্ঠদেশ এর তাপমাত্রা ও অন্যান্য বৈশিষ্ট্য গুলি পরীক্ষা-নিরীক্ষার করার পরই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এমনটাই জানিয়েছেন ভারতীয় গবেষক দল।

Leave a Reply