মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে বায়ুপ্রবাহের এক অত্যাশ্চর্য ছবি প্রকাশ করল ইউরোপীয় স্পেস এজেন্সি

মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে বায়ুপ্রবাহের এক অত্যাশ্চর্য ছবি প্রকাশ করল ইউরোপীয় স্পেস এজেন্সি

পৃথিবীর অদূরেই সূর্যকে প্রদক্ষিণ করা লালগ্রহ মঙ্গল এর পৃষ্ঠদেশের এক চমকপ্রদ ছবি সম্প্রতি নেট মাধ্যমে প্রকাশ করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA)। মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে বায়ু চলাচলের প্রভাবে যে অপরূপ প্রাকৃতিক ভাস্কর্য তৈরি হয়েছে সেই ছবি তুলে ধরা হয়েছে ছবিটির মাধ্যমে। মঙ্গল গ্রহের দক্ষিণভাগের হাইল্যান্ডে HOOKE CRATER নামক একটি জায়গা উপস্থিত রয়েছে, সেই অঞ্চলের ছবি ধরা পড়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি দ্বারা প্রকাশিত ছবিতে। ছবিটি তোলা হয়েছে RAOSCOSMOS’ EXOMARS TRACE GAS ORBITAR (TOG) অরবিটার এর মাধ্যমে।

সম্প্রতি ইউরোপীয় স্পেস এজেন্সি দ্বারা গৃহীত ছবিটিতে লাল রং ছাড়া বিশেষ কৃত্রিম রঙ দেখা গিয়েছে, যে রং TOG এর ক্যামেরার মাধ্যমে দেখা গিয়েছে। ক্যামেরায় থাকা ইনফ্রারেড ওয়েভ এর সাহায্যে মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে উপস্থিত খনিজ উপাদান গুলি দেখানো হয়েছে। মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে এই ধরনের ভৌগোলিক ভাস্কর্য তৈরির কারণ অতি পাতলা বায়ুমণ্ডল, শক্তিশালী বায়ু প্রবাহ এবং মাত্রাতিরিক্ত পরিমাণ ধুলো। ESA এই অনবদ্য ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছে, যে ছবিটির মাধ্যমে দেখা গিয়েছে লালগ্রহের পৃষ্ঠদেশের বিভিন্ন ভৌগোলিক গঠন, যার মধ্যে রয়েছে Chaotic mounds, wind sculpted ripples, বিভিন্ন ধরনের স্ট্রাকচার যেগুলি সাধারণত বায়ু প্রবাহের ফলে ধুলোর উপর তৈরি সমুদ্রের ঢেউয়ের মতো দেখতে।

আরো পড়ুন-PSLV- র সফল উৎক্ষেপণ করলো ইসরো, তিনটি উপগ্রহ পাঠানো হলো মহাকাশে

মঙ্গল গ্রহের দক্ষিণভাগে hooke crater নামক জায়গাটি বেশ উঁচু একটি জায়গা যেখানে বায়ু চলাচলের ফলে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য গুলি তৈরি হয়েছে। এই ধরনের বিশৃঙ্খলা মঙ্গল গ্রহের বিভিন্ন জায়গায় দেখা যায়, মূলত বিশৃঙ্খলভাবে পড়ে থাকা পাথর এবং উঁচু উঁচু ঢিবির কারণে বিভিন্ন শঙ্কু আকৃতির সমতল শীর্ষ যুক্ত পাহাড় লক্ষ করা যায়। মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ জুড়ে এধরনের অত্যাশ্চর্য ছবিগুলি মাঝেমধ্যেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করে থাকে। কিছুদিন আগে এমন আরো একটি ছবি তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি তারা প্রকাশে এনেছিলেন সেটি দেখে মনে হতে পারে ওভেন এর উপর কোন লাল ভেলভেট কেক তৈরি করা হচ্ছে। তবে সেটি আদৌ কোনো কেক ছিলনা। লালগ্রহে পৃষ্ঠদেশ কেমন দেখতে সেই ছবিটিই ধরা পড়েছিল TGO এর সাহায্যেই।

Previous articlePSLV- র সফল উৎক্ষেপণ করলো ইসরো, তিনটি উপগ্রহ পাঠানো হলো মহাকাশে
Next articleবিজ্ঞানীদের নতুন গবেষণা, এই ৬০ টি গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply