PSLV- র সফল উৎক্ষেপণ করলো ইসরো, তিনটি উপগ্রহ পাঠানো হলো মহাকাশে

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো (ISRO) সময়ের সাথে সাথে আরো উন্নতি করে চলেছে তাদের নানা মহাকাশ গবেষণা মূলক কাজের মাধ্যমে। বিগত কয়েক বছরে বেশ কিছু যান (Rocket) উৎক্ষেপণ করেছে ইসরো। এবার এই বছরের শুরুতে অর্থাৎ ২০২২ এর শুরুতে বছরের প্রথম মহাকাশ যান উৎক্ষেপণ করলো ইসরো।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ১৪ ই ফেব্রয়ারি সোমবার অর্থাৎ ভ্যালেন্টাইন দিবসের দিন রকেট করে তিনটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। যে তিনটি উপগ্রহ পাঠানো হয়েছে সেগুলো হলো – EOS -04(ই ও এস ০৪), INSPIRE -1(ইন্সপায়ার ১), এবং INS – 2B(আই এন এস২বি)। এই তিনটি উপগ্রহ উৎক্ষেপণ করা হলো যে রকেটের মাধ্যমে সেটি হলো – পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অর্থাৎ PSLV -C52 রকেট। রকেটির ওজন ১৭১০ কিলোগ্রাম।

আরও পড়ুন – স্পেসএক্সের রকেটের সঙ্গে চাঁদের সংঘর্ষের বড় সম্ভাবনা! কি বলছেন বিজ্ঞানীরা

সোমবার ভোরবেলা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহ গুলির সফল ভাবে উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহ তিনটির মধ্যে INS-2B ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর উদ্দেশ্য জলমন্ডল ও ভূপৃষ্ঠের ওপর তলের তাপমাত্রার ওঠানামা, কৃষিকাজ এবং সবুজায়নের বিষয়ে গবেষণা করা। দ্বিতীয় উপগ্রহ টি হলো EOS -04 এটির কাজ সবুজায়ন, কৃষিকাজ, জলের সন্ধান, আদ্রতা ও বন্যার রূপরেখা নিয়ে গবেষণা করা। তৃতীয় উপগ্রহটি হলো INSPIRE -1 এটি পৃথিবীর আয়নমণ্ডলের ওপর গবেষণার জন্য পাঠানো হয়েছে। এটি দেশ বিদেশের কিছু ইউনিভার্সিটির সাথে যৌথ উদ্যোগে তৈরি করেছে ভারত। এটি অবশ্যই একটি গুরত্বপূর্ণ পদক্ষেপ ইসরোর। চলতি বছরে আরো বেশ কয়েকটি মহাকাশ মিশন করবে ইসরো।

“PSLV- র সফল উৎক্ষেপণ করলো ইসরো, তিনটি উপগ্রহ পাঠানো হলো মহাকাশে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন