আবারো মুখোমুখি ভারত পাকিস্তান, ক্রিকেটের মহারণ

আবারো মুখোমুখি ভারত পাকিস্তান, ক্রিকেটের মহারণ

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর কারণ আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। সাম্প্রতিককালে ভারত পাকিস্তান ম্যাচ সচরাচর দেখা যায় না, একমাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই দেশের মধ্যে ম্যাচ বর্তমানে বন্ধ। ২০২৩ সালে আবারো মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান কারণ এ বছর আয়োজিত হচ্ছে এশিয়া কাপ ২০২৩।

তবে কিছুটা অন্যরকম ভাবে আয়োজিত হবে এশিয়া কাপ। এশিয়া কাপের দলগুলিকে মোট দুই ভাগে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। দুটি গ্রুপেই মোট তিনটি করে দল থাকবে এবং একটি দল ফাইনালের জন্য খেলবে। যেহেতু ভারত পাকিস্তান একই গ্রুপে রয়েছে সেই কারণে আবারো ভারত পাকিস্তান দৈরথ দেখা যাবে ক্রিকেট মাঠে। বর্তমানে এশিয়া কাপের গ্রুপ গুলি কিছুটা এরকম,

এশিয়া কাপ ২০২৩

গ্রুপ-Aগ্রুপ-B
ভারতশ্রীলংকা
পাকিস্তানবাংলাদেশ
কোয়ালিফায়ার-১আফগানিস্থান

আরো পড়ুন- আইপিএল ২০২৩ নিলাম: সমস্ত দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা

যদিও এশিয়া কাপের সময় ও স্থান এখনো নির্ধারিত করা হয়নি তবে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আয়োজনের সম্ভাবনা রয়েছে এশিয়া কাপ। বিসিসিআই সেক্রেটারি মি: জয় সাহা সম্প্রতি টুইটারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেন। যেখানে ২০২৩ ও ২৪ সালের এশিয়া মহাদেশের সমস্ত দলগুলির মহিলা ও পুরুষ উভয় ক্রিকেট দলের ক্রীড়া সূচি বর্ণনা করা আছে যা আপনারা নিচে দেখতে পাবেন।

Twitter credit- Jay Shah
Previous article১৫ জানুয়ারির পর Google Chrome কাজ করবে না এই সকল কম্পিউটারে, আপনারটাও তালিকাভুক্ত নয় তো?
Next articleটি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply