১৫ জানুয়ারির পর Google Chrome কাজ করবে না এই সকল কম্পিউটারে, আপনারটাও তালিকাভুক্ত নয় তো?

Google Chrome: গুগল এর তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৫ই জানুয়ারি ২০২৩ এর পর থেকে বেশ কিছু ল্যাপটপ বা কম্পিউটারে গুগল ক্রোম (Google Chrome) আর কাজ করবে না। জেনে নিন তালিকায় কোন কোন কম্পিউটার নথিভুক্ত করা হয়েছে।

২০৩০ সালের শুরুতেই গুগল একটি বড় ঘোষণা সামনে নিয়ে এসেছে। গুগল ইউজারদের জন্য এই ঘোষণাটি, বিশেষ করে গুগল ক্রোম ইউজারদের উপরেই জারি করা হয়েছে। বিশ্বের অন্যতম টেক জয়েন সংস্থা google এর তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ এর ১৫ই জানুয়ারির পর থেকে বিশেষ কিছু ল্যাপটপ বা কম্পিউটারের যেগুলোতে উইন্ডোজ সাপোর্ট রয়েছে সেগুলিতে গুগল ক্রোম আর কাজ করবে না। google তাদের সাপোর্ট পেজে ঘোষণা করেছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ল্যাপটপ গুলিতে শেষ ভার্সন হিসেবে গুগল ক্রোম ১০৯ সাপোর্ট করবে।

বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট সংস্থা google তাদের অন্যতম গুগল ক্রোম ব্রাউজারটি যে সমস্ত ল্যাপটপ বা কম্পিউটারগুলি থেকে সরিয়ে নিতে চলেছে তার মধ্যে রয়েছে Windows 7, Windows 8 এবং Windows 8.1। পাশাপাশি তারা এও জানিয়েছেন, যে সমস্ত ব্যবহারকারীদের কাছে এই তিন ধরনের অপারেটিং সিস্টেমের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তাদেরকে নতুনভাবে ল্যাপটপ কিনতে হবে এবং বর্তমান সময়ে নতুন যে কোন ল্যাপটপে Windows 10 এবং 11 অপারেটিং সিস্টেমে চালিত হয়, সেক্ষেত্রে অন্যরকম কোন সমস্যা দেখা দেবে না।

গুগল তাদের সাপোর্ট পেজে এই বিষয়ে একটি নির্দিষ্ট বার্তা দিয়ে লিখেছে উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ ৮/৮.১ এ সাপোর্ট করবে এমন ধরনের গুগল ক্রোম এর ফাইনাল ভার্সনটি হল গুগল ক্রোম ১০৯। পাশাপাশি তারা এও জানিয়েছেন গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন অর্থাৎ গুগল ক্রোম ১১০ ব্যবহার করার জন্য প্রয়োজন হবে উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমের ল্যাপটপ। এই আপডেটের প্রক্রিয়াটি শুরু হবে আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে।

গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন টি ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে উইন্ডোজ ১০ বা ১১ সাপোর্ট হতে হবে, যদি আপনি এখনো উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮/৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে আপনার ল্যাপটপটি আপডেট করার অবশ্যই প্রয়োজন। তবে যারা পুরনো ভার্সনটি ইউজ করছেন তাদের ডিভাইসে গুগল ক্রোম চলবে, পুরোপুরি বন্ধ হচ্ছে না গুগল ক্রোম। কিন্তু গুগল ক্রোমে নতুন কোন আপডেট তারা পাবেন না, যার মধ্যে রয়েছে সিকিউরিটি আপডেট।

আরো পড়ুন -WhatsApp update: নতুন বছরে নতুন ফিচার, চ্যাট পিন করা যাবে একসাথে ৫ জনের

গুগল কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে তারা জানিয়েছেন গুগল ক্রোমের লেটেস্ট ভার্সনে থাকছে একটি বিশেষ সিকিউরিটি আপডেট। ইউজারদের কম্পিউটার বা ল্যাপটপ ভাইরাস, সাইবার অ্যাটাক, স্পাইওয়্যার ধরনের বিভিন্ন রকম ক্ষতিকারক আক্রমণ গুলি থেকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন তারা। নতুন ভার্সনটি ব্যবহারকারীদের এই ধরনের অ্যাটাক থেকে রক্ষা করবে। এই কারণেই গুগল প্রত্যেকটি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারিদের উদ্দেশ্যে জানিয়েছেন অবশ্যই তাদের ল্যাপটপ বা কম্পিউটারটিকে আপগ্রেড করার জন্য।

মন্তব্য করুন