ভিনগ্রহের প্রাণী? রহস্য জনক প্রাণীর দেখা মিলল অস্ট্রেলিয়াতে

ভিনগ্রহের প্রাণী? রহস্য জনক প্রাণীর দেখা মিলল অস্ট্রেলিয়াতে

সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে ভিনগ্রহের প্রাণী সম্বন্ধে বিভিন্ন খবর ইন্টারনেট দেখা যায়। কিন্তু আজকে যে প্রাণী সম্বন্ধে আমরা আলোচনা করব সেটি একটু অন্যধরনের কারণ এই প্রাণীর সনাক্তকরণ গবেষকরাও করতে পারেনি। অস্ট্রেলিয়ার সিডনিতে বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে তার মাঝে রাস্তার উপরে একটি রহস্যজনক প্রাণীকে একজন দেখতে পায় এবং তার ভিডিও তৈরি করেন।

ভিডিওটি প্রথমে তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন এবং সেখান থেকেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে হ্যারি হায়েস নামে এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি প্রাণীটির দেখা পান বলে জানিয়েছেন। তবে আশ্চর্যের ব্যাপার এটাই যে একটি কাঠি দিয়ে প্রাণীটিকে নারানোর চেষ্টা করা হলেও সেটিকে সরাতে পারেননি তিনি। প্রাণীটি একটি ভ্রূণ বলে মনে করছে সবাই। অনেকে এটিকে হাঙ্গরের ভ্রূণ বলেও মনে করছেন।

আরো পড়ুন- ব্লেডের মাঝে অসাধারন নকশা, ১০০ বছরেও বদল করেনি কোন কোম্পানি

তবে ইন্টারনেট ব্যবহারকারীরা এটিকে ভিনগ্রহের প্রাণী বলতেই পছন্দ করছেন। তবে এর সম্ভাব্য উত্তর কোনো গবেষক এখনো দিতে পারেননি। অনেকেই এটিকে সদ্যজাত একটি ভ্রূণ বলে দাবি করছেন। প্রাণীবিদ টুইটারে পোস্ট করেছেন এবং পৃথিবীর কাছে জানতে চেয়েছেন এটি কি? তিনি আরো লিখেছেন, “হে পৃথিবী। এই জিনিসটি কী? আমি গ্লাইডারের ভ্রূণ ভেবেছিলাম কিন্তু আমার কোন প্রসঙ্গ বা স্কেল নেই এবং আমার সহকর্মীদের কেউ একমত হতে পারছে না। এটা কি?।”

Video Credit- Instagram (Harry Hayes)

Previous articleসবচেয়ে কিউট ইলেকট্রিক স্কুটার, একবার চার্জ দিলে চলবে ১০০ কিলোমিটার
Next articleপৃথিবীর সবচেয়ে কাছের HR 6819 ব্ল্যাক হোলের অস্তিত্বই নেই, প্রমান দিলেন বিজ্ঞানীরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

3 COMMENTS

Leave a Reply