আরশদীপ সিং টি-টোয়েন্টির সবচেয়ে খারাপ বোলার এর তকমা পেল

আরশদীপ সিং টি-টোয়েন্টির সবচেয়ে খারাপ বোলার এর তকমা পেল

ভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ যা মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত হয়েছিল। সেই ম্যাচে টি-টোয়েন্টির ক্রিকেটের সবচেয়ে খারাপ বোলার হিসেবে বিবেচিত হলো আরশদীপ সিং। কিন্তু কেন এরকম বলা হচ্ছে, প্রসেনজিতের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। এরপর শ্রীলংকার ওপেনার ব্যাটসম্যান ৮০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মাত্র ৮ ওভারে।

কিন্তু শ্রীলংকার এই অসাধারণ সুরুর পেছনে রয়েছে ভারতীয় বোলার আরশদীপ সিং। প্রথম ওভারে বল করতে এসে তিনি পরপর তিনটি নো-বল করেন। যা এক প্রকার নো-বলের হ্যাটট্রিক বলা যেতে পারে। এই তিনটি নো-বল করার সঙ্গে আরশদীপ সিং টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ভূগোল করার তালিকায় প্রথমে চলে যায়। আরশদীপ সিং এখনো পর্যন্ত মোট ১২ টি নো বল করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে তার পেছনে রয়েছেন পাকিস্তানের হাসান আলী ১১টি।

আরশদীপ সিং পরপর তিনটি নো বল করায় শ্রীলংকা ওই ওভারে ১৯ রান করে ফেলে। এরপরে শ্রীলংকা রান রেটের সামঞ্জস্য রেখে ২০৬ রান স্কোরবোটে তোলে। শেষ পর্যন্ত ভারত ক্রমাগত উইকেট হারিয়ে ১৯০ রান করে এবং শ্রীলংকা ম্যাচটি ১৬ রানে জয়লাভ করে। আরশদীপ সিং প্রথম ম্যাচে অসুস্থ থাকায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে খেলছেন। এই ম্যাচে রাহুল ত্রিপাঠির অভিষেক হয় সঞ্জু স্যামসাংয়ের জায়গায়। সঞ্জু স্যামসাং চোট পাওয়ায় বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়ে যান।

আরো পড়ুন- ২০২৬ ফিফা বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? দেখে নিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে

ভারতীয় দল- ইশান কিশান, শুভমান গিল, সূর্যকুমার যাব, রাহুল ত্রিপাঠি, হার্দিক পান্ড্য (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলংকার দল- পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।

Previous articleভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি ও ওডিআই সিরিজ ২০২৩: schedule
Next articleখারাপ খবর ঋষভ পান্তের জন্য, মুম্বাই হাসপাতাল থেকে খবর
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply