খারাপ খবর ঋষভ পান্তের জন্য, মুম্বাই হাসপাতাল থেকে খবর

খারাপ খবর ঋষভ পান্তের জন্য, মুম্বাই হাসপাতাল থেকে খবর

সম্প্রতি ঋষভ পান্ত কে দেরাদুন থেকে মুম্বাই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু মুম্বাই হাসপাতালে ডক্টরদের প্রথম দেখভালের পর খুব একটা ভালো সংবাদ আসেনি ঋষভ পান্তের জন্য। দেরাদুন হাসপাতালে থাকার সময় সংবাদমাধ্যম সূত্রের খবর এসেছিল ঋষভ পান্ত কম করে ৭ থেকে ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকবে। কিন্তু মুম্বাই হাসপাতালের ডাক্তাররা অন্য কথা বলছে।

মুম্বাই হাসপাতালের দাবি ঋষভ পান্ত কে কম করে ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিসিসিআইয়ের ক্রীড়া সূচি অনুযায়ী অক্টোবরে আয়োজিত এশিয়া কাপ ও তারপর ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকেও হয়তো ঋষভ পান্ত কে বাদ পড়তে হবে। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনো কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত ঋষভ পান্তের দুটি অপারেশন হবে হাঁটু এবং গোড়ালিতে। ফলে ডাক্তাররা তাকে কম করে সাত থেকে আট মাসের রেস্টে থাকার পরামর্শ দেবেন। সুতরাং ঋষভ পান্তের ম্যাচ ফিট হয়ে অনুশীলনে নামার জন্য আরও সময় লাগবে। এছাড়া ঋষভ পান্তের অপারেশন মুম্বাইতে নাও হতে পারে, লন্ডনে সার্জারি করার চিন্তা ভাবনা চলছে।

আরো পড়ুন- BGMI : ১৫ই জানুয়ারি পুনরায় ফিরতে চলেছে BGMI, এমনই দাবি করছেন ভারতীয় গেমিং কমিউনিটি

যে সমস্ত সিরিজ ঋষভ পান্ত মিস করতে চলেছে

  • ভারত বনাম নিউজিল্যান্ড ৩ ওডিআই ও ৩ টি-টোয়েন্টি সিরিজ।
  • ভারত বনাম অস্ট্রেলিয়া ৪ টেস্ট এবং ৩ টি ওডিআই সিরিজ।
  • আইপিএল ২০২৩
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল – যদি ভারত কোয়ালিফাই করে।
  • ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ।
  • এশিয়া কাপ ২০২৩।
  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩, অক্টোবর/নভেম্বর।
Previous articleআরশদীপ সিং টি-টোয়েন্টির সবচেয়ে খারাপ বোলার এর তকমা পেল
Next articleহোয়াটসঅ্যাপ থেকে লোন পান ১ মিনিটে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply