হোয়াটসঅ্যাপ থেকে লোন পান ১ মিনিটে

Whatsapp থেকে লোন হ্যাঁ, কথাটা শুনতে অবাক লাগলেও এখন আপনি আপনার জনপ্রিয় মেসেজ অ্যাপ whatsapp থেকে পার্সোনাল লোন পেতে পারেন। কিন্তু আপনার মনে হতেই পারে এটা সম্ভব কি ভাবে? কারণ হোয়াটসঅ্যাপে বর্তমানে পেমেন্ট সিস্টেম উপলব্ধ আছে কিন্তু লোন সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া থাকে না। তাহলে কিভাবে এই লোন পাওয়া সম্ভব দেখে নিন বিশদে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। Whatsapp ছাড়া এখন মোবাইল ব্যবহার করা প্রায় অসম্ভব। কারন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়াশোনা থেকে শুরু করে ভিডিও কল, মেসেজ করা, গুরুত্বপূর্ণ গ্রুপে কাজ করা, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল এর আদান-প্রদান করা ইত্যাদি হয়ে থাকে।

কিভাবে লোন দেয় হোয়াটসঅ্যাপ?

CasHe নামক এক ফিনটেক কোম্পানি whatsapp এর সাথে যুক্ত হয়ে এই লোনের ব্যবস্থা করে। লোন নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে ৯১ ৮০৯৭৫ ৫৩১৯১ নম্বরটি সেভ করে মেসেজ করতে হবে Hi লিখে। এরপর কোম্পানি থেকে একটি মেসেজ আসবে এবং সেখানে “গেট ইন্টারেস্ট ক্রেডিট লাইন” অপশনে ক্লিক করতে হবে। এরপর প্যান কার্ডের তথ্য আপনাকে দিতে হতে পারে, এরপরই কোম্পানি আপনার ক্রেডিট স্কোর ও KYC অটোমেটিক চেক করে নেবে।

আরো পড়ুন- Hero motors sales 2022: দেখুন ভারতের এক নম্বর মোটরসাইকেল কোম্পানির বিক্রির রিপোর্ট

KYC আপডেটের পর আপনি ৫০০০ টাকা পর্যন্ত প্রি-আপ্রুভ লোন তৎক্ষণাত পেতে পারেন। এর থেকে বেশি লোন পেতে গেলে আপনাকে CasHe অ্যাপটি ডাউনলোড করতে হবে। যেখানে আপনি বেশি পরিমাণ টাকা লোন নিতে পারবেন।

(Disclaimer– আমাদের ওয়েবসাইট extra gyaan কখনো কোন অজানা অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেয় না ও নিজের ব্যক্তিগত তথ্য দেওয়ার পরামর্শ দেয় না। আপনি নিজে যাচাই করে সব সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।)

“হোয়াটসঅ্যাপ থেকে লোন পান ১ মিনিটে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন