এশিয়া কাপ 2021: নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিসিসিআই

এশিয়া কাপ 2021, Asia cup 2021

একপ্রকার অসাধারণ সাহসী সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিসিআই। ২০১৮ সালে এশিয়া কাপ হবার পর ২০২১ সালে সংঘটিত হওয়া এশিয়া কাপে সমস্যায় পড়েছে বিসিসিআই। এবছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ, আর এই প্রতিযোগিতায় দ্বিতীয় সারির দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সমস্যাটির কারন হলো, ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ জেতার পর ৩-১ ব্যবধানে সিরিজ জয়লাভ করে ভারত। এর সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করে ভারতীয় দল, যা অনুষ্ঠিত হবে চলেছে ১৮ই জুন। ইংল্যান্ডে ফাইনাল খেলে ভারতীয় দল আর ভারতে ফিরবে না, ইংল্যান্ডের পূর্বনির্ধারিত ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে থেকে যাবে। এর প্রধান কারণ হলো বর্তমান কোয়ারেন্টাইনের নিয়ম বিধি। ফলে একপ্রকার জোর করেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই

আরো পড়ুন- IPL 2021 time table: আইপিএলের সম্পূর্ণ সময়সূচি/তারিখ/দিন প্রকাশ পেল

বর্তমানে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পরই ভারতীয় বোর্ডের কাছে দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ আইপিএল শেষ হবার পর জুন মাসে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা আছে।

এশিয়া কাপ 2021, Asia cup 2021

বিগত ২০১৬ ও ২০১৮ সালে ভারত এই খেতাব ধরে রেখেছে, এবার জিতলে ভারত হ্যাটট্রিক করবে এশিয়া কাপে। পরিসংখ্যানের হিসেবে ভারতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার এশিয়া কাপ জিতেছে, ৭ বার।

দ্বিতীয় সারির দল বলতে, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরা, ঋষভ পন্ত, মোহাম্মদ সামি ও রবি অশ্বিন থাকবে না। বাকি একদিনের ম্যাচের খেলোয়াড়রা এশিয়া কাপে অংশ নেবে।

Leave a Reply