নতুন এক্সোপ্লানেট আবিস্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা, আয়তনে বৃহস্পতির ১০ গুণ

আবারও এক নতুন এক্সোপ্লানেট প্লানেট আবিষ্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। যে এক্সোপলানেট আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি-এর তুলনায় ১০ গুণ বড়। এত বড় গ্রহ আবিষ্কারে হতবাক জ্যোতির্বজ্ঞানীরা। তারা জানিয়েছেন নতুন এই গ্রহটি দুটি বড় এবং অত্যাধিক উষ্ণ নক্ষত্র কে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীরা নতুন এই গ্রহের নাম দিয়েছেন B Centauri (AB)b

কিছুদিন আগে পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন এই ধরনের গ্রহর অস্তিত্ব প্রায় অসম্ভব এবং যে পরিবেশে গ্রহটি গড়ে উঠেছে সেই ধরনের পরিবেশ একটি গ্রহ তৈরীর জন্য অত্যন্ত অনুপযুক্ত। তবে সেই ধারনাই বদলে গেল বিজ্ঞানীদের। নতুন গ্রহটি আবিষ্কার করেছেন ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ESO)। অবজারভেটরিটি চিলির মরুভূমিতে অবস্থান করে। ESO এর তরফ থেকে জানানো হয়েছে একটি অত্যন্ত বৃহৎ টেলিস্কোপের সাহায্যে তারা এই গ্রহটি আবিষ্কার করেছেন। এই গ্রহটি বি-টাইপ অর্থাৎ দুটি তারাকে একসঙ্গে প্রদক্ষিণ করে। এছাড়াও গ্রহটি থেকে বেরিয়ে আসে উচ্চশক্তিসম্পন্ন অতিবেগুনি রশ্মি এবং এক্স রশ্মী। এই দুই ধরনের রশ্মির প্রভাব অত্যন্ত বেশি যা একটি গ্রহ গঠনের ক্ষেত্রে বিপরীতধর্মী কাজ করে।

আরো পড়ুন-Jems Webb Space Teliscope লঞ্চের তারিখ পিছিয়ে দিলো নাসা, জানুন বিস্তারিত

জ্যোতিরবিজ্ঞানীদের মতে B CENTAURI B প্লানেট একটি এক্সোপ্লানেট অর্থাৎ এই গ্রহের অবস্থান আমাদের সৌরমণ্ডলের বাইরে। নতুন এই গ্রহটি বৃহস্পতির তুলনায় ১০ গুণ বড়। এছাড়াও গ্রহের কক্ষপথ অনেকটাই আলাদা। এরপূর্বে এই ধরনের গ্রহ এবং তার অদ্ভুত কক্ষপথ কখনোই আবিষ্কার হয়নি। গ্রহটির অবস্থান সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ১০০ গুণ বেশি। তবে একসঙ্গে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করা সত্ত্বেও এই গ্রহের অস্তিত্ব টিকে রয়েছে দূরত্বের কারণে। তারা জানিয়েছেন নতুন এই গ্রহটি প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল জুলাই মাসে, তবে সম্প্রতি এটি নেচার জার্নালে প্রকাশ পেয়েছে।

“নতুন এক্সোপ্লানেট আবিস্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা, আয়তনে বৃহস্পতির ১০ গুণ”-এ 1-টি মন্তব্য

Leave a Reply