বিসিসিআই নতুন নির্বাচন কমিটির জন্য নাম বাছাই করল, দেখুন কার আছে তালিকায়

কিছুদিন আগে বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচন কমিটির জন্য অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে আগত ২০০ টি নামের মধ্যে ৬ টি নাম বিসিসিআই বাছাই করেছে, যারা হবে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী নির্বাচন কমিটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের ফলাফলের পর বিসিসিআই তৎকালীন ভারতের নির্বাচন কমিটিকে বরখাস্ত করেছিল এবং তারা নতুন করে আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই আবেদনে ২০০ জন আবেদন করেছিল কিন্তু তার মধ্যে ৬ জনকে বেছে নিয়েছে বিসিসিআই। যাদের মধ্যে থেকে তিনজন হবেন পরবর্তী নির্বাচন কমিটি।

আরো পড়ুন- BGMI : ১৫ই জানুয়ারি পুনরায় ফিরতে চলেছে BGMI, এমনই দাবি করছেন ভারতীয় গেমিং কমিউনিটি

সংবাদ সূত্র খবর অনুযায়ী ভারতের পূর্বে যারা নির্বাচন কমিটিতে ছিল অর্থাৎ চেতন শর্মা, হরবিন্দর সিং, শ্রীধরন শরৎ এরাই আবার নির্বাচন কমিটিতে বসবেন। বলা যেতে পারে এদেরকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছে বিসিসিআই। এই তিনজন ছাড়া বিসিসিআই ছাড়া আরও দুজনকে কমিটিতে নিয়োগ করবে। SS দাস পূর্ব থেকে ও শালিল আনখোলা পশ্চিম থেকে নির্বাচন কমিটিতে নিয়োগ হতে চলেছেন।

বিসিসিআইয়ের বাছাই করা আবেদন

  • চেতন শর্মা
  • হরবিন্দর সিং
  • অমে খুরাসিয়া
  • অজয় রাত্র
  • এস এস দাস
  • শ্রীধরন শরৎ
  • কনর উইলিয়ামস
  • সলিল আনকোলা

মন্তব্য করুন