বিশ্বের একমাত্র চিড়িয়াখানা যেখানে খাঁচায় মানুষ বাস করে

বিশ্বের একমাত্র চিড়িয়াখানা যেখানে খাঁচায় মানুষ বাস করে

আমরা সবাই হয়তো চিড়িয়াখানা দেখেছি বা চিড়িয়াখানায় গিয়েছি। কিন্তু চিড়িয়াখানায় বৈশিষ্ট্য একটাই সমস্ত বন্যপ্রাণীরা খাঁচায় বন্দি করা থাকে এবং মানুষজন বাইরে থেকে তাদের দর্শন করেন। কিন্তু বিশ্বের এমন চিড়িয়াখানা আছে যেখানে বন্যপ্রাণী অবাধে বিচরণ করে কিন্তু মানুষ খাঁচায় বন্দি করা থাকে। আজ এই বিষয়ে নিচে আলোচনা করা হলো।

এরকমই একটি চিড়িয়াখানা রয়েছে চীনের “লেহে লেদু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি” চিড়িয়াখানা। যেখানে প্রবেশ করতে গেলে আপনাকে খাঁচায় বন্দী হয়ে ভেতরে প্রবেশ করতে হবে। কারণ এখানে বন্যপ্রাণীরা অবাধে বিচরণ করে। খুব বেশিদিন হয়নি ২০১৫ সালে চীনে এই চিড়িয়াখানাটির উদ্বোধন হয়। তবে এটি কোন মানুষের তৈরি নেট দিয়ে ঘেরা চিড়িয়াখানা নয়। এটি একটি অভয়ারণ্যের মধ্যে যেখানে আপনাকে খাঁচায় বন্দি করার একটি গাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে।

আপনি চাইলে বন্যপ্রাণীদের খুব কাছ থেকে দেখতে পারেন এবং তাদের খাবারও খাওয়াতে পারবেন। হিংস্র জীবজন্তু যেমন বাঘ, সিংহ ইত্যাদি পশুগুলির খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা পেতে পারেন আপনি। মানুষ ভর্তি গাড়িটিকে বন্যপ্রাণীদের নিকটে নিয়ে যাওয়া হয় এবং খাবারের লোভ দেখানো হয়। যাতে বন্যপ্রাণীরা সেই গাড়ির কাছে চলে আসে। অনেক সময় দেখা গেছে যে এই বন্যপ্রাণীরা খাচা করতে গাড়ি উপর লাফিয়ে উঠতে। যা আপনাকে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী করে দেবে।

আরো পড়ুন- বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। চালু হলো পর্যটকদের জন্য

চীনের লেহে লেদু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অভয়ারণ্যে কঠোর নির্দেশিকা রয়েছে যাত্রীদের জন্য। এছাড়া ভেতরের বন্যপ্রাণীগুলিকে ২৪ ঘন্টা ক্যামেরা দ্বারা নজরদারিতে রাখা হয়। যাত্রী সুরক্ষার প্রাধান্য এখানে সবচেয়ে বেশি, এখানে কোন বিপদ হলে ৫ মিনিটে সুরক্ষা দল চলে আসতে পারে। এই চিড়িয়াখানার ভেতরে আপনি সাদা বাঘ, সিংহ, রয়েল বেঙ্গল টাইগার দেখতে পারবেন।

Previous articleবিসিসিআই নতুন নির্বাচন কমিটির জন্য নাম বাছাই করল, দেখুন কার আছে তালিকায়
Next articleভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি ২০২৩: Highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply