ভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি ২০২৩: Highlights

ভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি ২০২৩: Highlights

ভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি ২০২৩: শ্রীলংকার ভারত সফরের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত, তবে ব্যাটে এবার ভালো দর্শন করে শ্রীলঙ্কা ২০ ওভারে ২০৬ রান নিজেদের খাতায় তোলে শ্রীলঙ্কা।

ভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি ২০২৩

টস- ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

শ্রীলংকা- ২০৬/৬

শ্রীলংকা ব্যাটিংভারত বোলিং
শঙ্কা- ৫৬(২২)উমরান মালিক- ৩(৪৮)
কুশল মেন্ডিস- ৫২(৩১)অক্ষর প্যাটেল-২(২৪)

ভারত- ১৯০/৮

ভারত ব্যাটিংশ্রীলংকা বোলিং
অক্ষর প্যাটেল- ৬৫(৩১)দানুস শঙ্কা- ২(৪)
সূর্য যাদব- ৫১(৩৬)কাসুন রাজিতা- ২(২২)

ভারত বনাম শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টি- full match highlights, click here

Previous articleবিশ্বের একমাত্র চিড়িয়াখানা যেখানে খাঁচায় মানুষ বাস করে
Next articleRedmi Note 12: ভারতের বাজারে লঞ্চ হলো রেডমির নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার্সগুলি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply