Big News: পাবজি মোবাইল ইন্ডিয়া প্রকাশ করল অফিশিয়াল টিজার

বিগত ২০২০ সালের নভেম্বর মাসে পাবজি কর্পোরেশন এর তরফ থেকে জানানো হয়েছিল তারা খুব শীঘ্রই ভারতে পাবজি মোবাইল গেমটি আনতে চলেছে। যদিও সেই সময় গেমটির প্রকাশ পাওয়ার সময়, বা কি নামে গেমটি ভারতে আসতে চলেছে সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। গত মাসের শেষের দিকে পাবজি মোবাইল ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ পায়, যা থেকে বোঝা যায় আসন্ন কয়েকমাসের মধ্যেই গেমটি ভারতে প্রকাশ পেতে চলেছে। শুধু তাই নয় গত সপ্তাহের শেষের দিকে পাবজি মোবাইল ইন্ডিয়ার একটি আকর্ষণীয় ব্যানার লিক হয় ইন্টারনেটে। আর এই বন্যার থেকেই সম্পূর্ণ ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়।

ভারতে আসন্ন পাবজি মোবাইল গেমটির নাম হতে চলেছে ‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া‘। যদিও গেমটি ভারতীয় বাজারে আদৌ প্রকাশ পেতে চলেছে কিনা সে বিষয়ে এতদিন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছিল না। তবে আজ ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া ছোট্ট ভিডিও সবকিছুই পরিষ্কার করে দিয়েছে।

আরো পড়ুন-পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ: নতুন নাম হতে পারে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

৬ই মে সকালে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি লাইভে আসে, সাথেই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি ভিডিও প্রকাশ করা হয়। যা থেকে এটি নিশ্চিত হওয়া সম্ভব যে পাবজি মোবাইল নতুন করে ভারতে আসছে এবং এই গেমের নামও পরিবর্তন হতে চলেছে। অফিশিয়াল ওয়েবসাইটে ‘coming soon’ শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে, যে কোন মুহূর্তে এটি ভারতের প্রকাশ পেতে পারে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার টিজারের কোন জায়গায় পাবজি মোবাইলের নাম উল্লেখ করা হয়নি। এছাড়া প্রকাশিত ছবি ও টিজারে ‘Krafton’ লেখাটি সকলেই লক্ষ্য করেছেন, আর আপনার হয়তো অবশ্যই জানা থাকবে পাবজি-এর পিছনে প্রধান কোম্পানি হল এই ‘Krafton‘।

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া ভারতে কবে প্রকাশ পাবে সে বিষয়ে সঠিক কোন তথ্য এখনো প্রকাশ পায়নি। এই গেমটি পাবজি মোবাইলের নতুন সংস্করণ হবে, নাকি ভারতীয়দের জন্য নতুন এবং আলাদাভাবে তৈরি করা হবে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও গত নভেম্বর মাসে পাবজি কর্পোরেশনের তরফ থেকে বলা হয়েছিল তারা ভারতীয়দের জন্য গেমটি সংশোধন করবে। আগামী দিনে গেমটির বিষয়ে আরো তথ্য প্রকাশ পেলে তবেই জানা সম্ভব হবে কেমন হতে চলেছে এই গেমটি।

“Big News: পাবজি মোবাইল ইন্ডিয়া প্রকাশ করল অফিশিয়াল টিজার”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন