আইপিএল 2021: করোনার ভয়ে এবার মালদ্বীপে পৌঁছে গেল এই দেশের ক্রিকেটাররা

আইপিএল 2021 খবর: সম্প্রতি ভারতে চলা আইপিএল বন্ধ করে দিয়েছে বিসিসিআই। অনির্দিষ্টকালের জন্য 2021 সালের আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে। KKR, SRH ও CSK দলের কিছু খেলোয়াড় করোনায় সংক্রমিত হাওয়ায় আইপিএলের ইতি টানা হয় এবারের মত। এরপর বিদেশ থেকে আগত সমস্ত খেলোয়াড়দের দেশে ফেরানোর কাজ শুরু হয়। বিশেষ বিমানে করে প্রত্যেকটি দেশের খেলোয়াড়দের তাদের দেশে পাঠানোর কাজ শুরু হয়।

কিন্তু সমস্যা দেখা দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার দের জন্য। ভারতবর্ষে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই ভারত থেকে আগত সমস্ত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া সরকার। ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার ভারতে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের উদ্দেশ্যে পূর্বেই ঘোষণা করেছিল তারা যেন খুব শীঘ্রই অস্ট্রেলিয়ায় ফিরে আসে। কিন্তু আইপিএল চলাকালীন কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেশে ফিরে যায়নি। এরপর কিছুদিন আগে 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে অস্ট্রেলিয়ার সরকার করা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, বর্তমানে ভারত থেকে আগত সমস্ত নাগরিকদের অপরাধীর চোখে দেখা হবে। এমনকি তাদের ৫ বছরের জেল বা বিশাল অঙ্কের জরিমানাও করা হতে পারে।

আরো পড়ুন- pm care fund-এ টাকা দিলেন না প্যাট কামিন্স। কেন জেনেনিন

সেই কারণে আইপিএল স্থগিত করে দেওয়ার পর বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে ভারতে থাকা বর্তমানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রথমে মালদ্বীপে পাঠানো হবে। সেখানে তারা কোরেন্টাইনে থাকবে এবং তারপর তাদের অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়া হবে। এর ফলে অস্ট্রেলিয়ার সরকারের কোনো রকম অসুবিধা হবে না বলে আশা করছে বিসিসিআই। মালদ্বীপে অস্ট্রেলিয়ান ক্রিকেটার দের থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে বিসিসিআই।

ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্রিকেটারদের দেশে পৌঁছে দেওয়া হয়েছে। দেশে ফিরে তারা ১০ দিনের কোরেন্টাইনে থাকার পর নিজেদের ঘরে ফিরে যাবে।

মন্তব্য করুন