নয়া পতঙ্গভুক স্তন্যপায়ী প্রজাতির খোঁজ পাওয়া গেল ভারতে

ভারতের নতুন এক প্রজাতির খোঁজ পাওয়া গেল। ছোট্ট ইঁদুরের আকারে নতুন এই প্রজাতিটি পতঙ্গভুক স্তন্যপায়ী প্রজাতির। যার খোঁজ পাওয়া গেছে ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জনমানবহীন নারোকোন্ডাম আগ্নেয় দ্বীপে।

প্রায় ৪০ বছর পর এই প্রথম এমন জাতীয় পতঙ্গভুক স্তন্যপায়ী প্রজাতির হদিস পায় জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI) এর বিশেষজ্ঞরা। একজন প্রাক্তন বিশেষজ্ঞ কৈলাস চন্দ্র জানিয়েছেন, এই ধরনের প্রজাতির প্রায় চল্লিশ বছর আগে আবিষ্কৃত হয়েছিল। এর আগে এমন প্রজাতি পাওয়া যায় ৪২২টি, যার সাথে নতুন এই প্রজাতিটি যুক্ত হয়েছে। যদিও এর মাঝে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর খোঁজ মিলেছে। তবে পতঙ্গভুক স্তন্যপায়ী এতগুলো বছর পর এই প্রথম।

নতুন প্রজাতিটির বৈশিষ্ট্য:
ভারতে আবিষ্কৃত নয়া এই প্রজাতিটি আকারে এবং দেখতে কিছুটা ইঁদুরের মতই। এগুলি আকারে খুব একটা বড় নয়, মোটামুটি ১০ থেকে ১১ মিলিমিটারের কাছাকাছি। এর সঙ্গে অন্যান্য ইঁদুরজাতীয় স্তন্যপায়ী প্রজাতির জেনেটিক পার্থক্য রয়েছে। এরা সাধারণত মাটিতে বসবাস করে এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।

আরো পড়ুন-লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া কি সত্যিই বেড়েছে? সত্যতা জানালো পূর্ব রেল

এরপূর্বে ১৯৭৮ সালের এই ধরনের পতঙ্গভুক স্তন্যপায়ী প্রাণী আবিষ্কার করা হয়েছিল দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জ থেকে। নারোকোন্ডাম দ্বীপের নামানুসারে এই প্রজাতিটির নামকরণ করা হয়েছিল ‘CROCIDURA NORCONDAMICA’। নেচার পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রায় ১১ টি প্রজাতির খোঁজ পাওয়া গেছে ভারতে, যার সাথে যুক্ত হতে চলেছে আরও নতুন এই প্রজাতিটি। তবে এতদিন এই প্রজাতির খোঁজ মেলেনি কারণ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ এলাকাই ঘন জঙ্গল দ্বারা আবৃত। যে কারণে এই ধরনের প্রজাতি গুলি সচরাচর খুঁজে পাওয়া বেশ কঠিন।

Leave a Reply