সুরেশ রায়নার পরিবারকে সাহায্য করলো সোনু সুদ। দেখুন বিস্তারিত

ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আসার পরই দেশজুড়ে অক্সিজেন সিলিন্ডারের সংকট দেখা দেয়। এবার আরো একটি হৃদয় ভেঙে দেয়ার মতো ঘটনা সামনে আসলো। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সুরেশ রায়না টুইটার একটি পোস্ট করে। যেখানে তিনি তার কাকিমার জন্য অক্সিজেন সিলিন্ডারের আবেদন করেন।

টুইটারে সুরেশ রায়না লেখেন যে, “মীরুটে আমার কাকিমার জন্য অক্সিজেন সিলিন্ডারের জরুরী প্রয়োজন। বয়স-৬৫, গুরুতর ফুসফুসের সংক্রমণে হসপিটালে ভর্তি+ করোনা। দয়া করে সাহায্য করুন”।
পোস্টটি সাথে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ কে ট্যাগ করেন।

টুইটারে পোস্ট টি প্রকাশ পাওয়ার পরে বিভিন্ন লোক সাহায্যের জন্য এগিয়ে আসে তাদের মধ্যে ছিল সোনু সুদ। টুইট টি প্রকাশ পাওয়ার আধা ঘন্টার মধ্যে সনু সুদ রিটুইট করে যে, “আমাকে বিস্তারিত পাঠাও ভাই। এটি অবশ্যই সরবরাহ করা হবে”। আর কিছুক্ষণের মধ্যেই সোনু সুদ আবারও একটি রি-টুইট করে বলেন যে, ” অক্সিজেন সিলিন্ডার ১০ মিনিটে পৌঁছে যাবে ভাই”।

Twitter source- @sonusood

আরো পড়ুন- বিরাট কোহলি তামান্না ভাটিয়ার ব্যক্তিগত বিমানে। ইনস্টাগ্রামে ঝড় তুললো তামান্নার পোস্ট

সোনু সুদের টুইটার অ্যাকাউন্ট খুললে আপনি দেখতে পাবেন বর্তমান পরিস্থিতিতে তিনি কত মানুষ কে সাহায্য করছেন। ভারতে করোনা হওয়ার প্রথম পর্ব থেকেই এই বলিউড অভিনেতা রাস্তায় নেমে কাজ করছে। ২০২০ সালের দীর্ঘ লকদাউনের সময় পরিযায়ী শ্রমিকদের একে একে তাদের ঘরে পাঠানোর ছবি কারোর অজানা নয়। ‘Sood Charity Foundation’ এর মাধ্যমে তিনি বর্তমানেও সেই কাজ করে যাচ্ছেন।

“সুরেশ রায়নার পরিবারকে সাহায্য করলো সোনু সুদ। দেখুন বিস্তারিত”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন