Big news: নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন এই ভারতীয় ব্যাটসম্যান

Big news: নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন এই ভারতীয় ব্যাটসম্যান

১৮ তারিখ থেকে শুরু হতে চালা ভারত নিউজিল্যান্ড ওডিআই সিরিজ থেকে বাদ পড়লেন ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। বিসিসিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সাংবাদিক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে নিউজিল্যান্ড ওডিআই সিরিজে ব্যাক ইনজুরির কারণে খেলতে পারবে না শ্রেয়াস আইয়ার

ভারতের নির্বাচক কমিটি শ্রেয়াস আইয়ার এর রিপ্লেসমেন্ট খেলোয়ার রূপে রজত পাটিদারের নাম ঘোষণা করেছে।

ভারতীয় দল আপডেট, নিউজিল্যান্ড ওডিআই সিরিজ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), রজত পাটিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মো. শামী, মো. সিরাজ, ওমরান মালিক।

আরো পড়ুন- লাল হট ড্রেসে জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি

শ্রেয়াস আইয়ার সিরিজ থেকে বাদ পড়ে যাওয়ায় ঈশান কিষান টপ অর্ডারে ব্যাট করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া সূর্য কুমার যাদব তিনটি ম্যাচের মধ্যে সবকটি ম্যাচের সুযোগ পাবে। কারণ উইকেটকিপার রূপে KL রাহুল বর্তমানে দলের বাইরে সুতরাং উইকেটকিপার ইশান কিষান ও শ্রেয়াস আইয়ারের বদলে সূর্য কুমার যাদব খেলবেন।

Previous articleAsus VivoBook 15: অ্যামাজনের দুর্দান্ত অফার, ল্যাপটপে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়
Next articleভুবনেশ্বর কবে ৯০ একরের এক জমি বনাঞ্চল তৈরীর জন্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply