Chenab bridge(চেনাব ব্রিজ):- ভারতবাসী হিসেবে গর্ব করুন, কারণ পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ এবার সম্পন্ন হতে চলেছে ভারতের মাটিতে।
গত বৃহস্পতিবারই ভারতের রেলমন্ত্রী ‘পীয়ুষ গোয়াল‘ ব্রিজের ছবি সহ লেখেন যে “আরো একটি ইঞ্জিনিয়ারিং মাইলফলক অর্জনের লক্ষ্যে ভারতীয় রেলপথ সঠিক দিকে এগিয়ে চলছে”। “এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হতে চলেছে।”
Infrastructural Marvel in Making: Indian Railways is well on track to achieve another engineering milestone with the steel arch of Chenab bridge reaching at closure position.
— Piyush Goyal (@PiyushGoyal) February 25, 2021
It is all set to be the world’s highest Railway bridge 🌉 pic.twitter.com/yWS2v6exiP
Twitter source- @PiyushGoyal
Chenab rail bridge in Bengali
Chenab rail bridge এর কিছু তথ্য
১. Chenab bridge যে দুটি শহরকে সংযোগ করেছে তাদের নাম হল জম্মু-কাশ্মীর এবং উধমপুর।
২. ব্রিজ তৈরির সম্পূর্ণ প্রজেক্ট উত্তর রেলওয়ে দেখাশোনা করছে।
৩. জম্মু-কাশ্মীরে অবস্থিত হওয়ার জন্য সেতুটিকে বিস্ফোরণ মুক্ত করা হয়েছে।
৪. ব্রিজের দুইদিকেই স্টেশন থাকবে।
৫. ব্রিজের উপর দিয়ে সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ট্রেন যেতে পারবে।
Chenab rail bridge এর পরিমাপ
- লম্বায় Chenab bridge ১৩১৫ মিটার দীর্ঘ।
- নদী থেকে ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার।
সহজে বোঝার জন্য, আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার কিন্তু নদী থেকে চেনাব ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার অর্থাৎ আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার উঁচুতে অবস্থিত আমাদের এই রেলপথ।
ছবি👇👇
The Chenab bridge in Jammu & Kashmir is an infrastructural success story, an engineering marvel. The 1.315-km long bridge will be the highest rail bridge globally, resting at 359m above the river. It is also 30m taller than the iconic Eiffel Tower. Incredible! pic.twitter.com/deMxDw5H6p
— Rajiv Kumar 🇮🇳 (@RajivKumar1) February 27, 2021
Twitter source- @RajivKumar1
আরো পড়ুন- Vistadome coach’ কামরার বিশেষত্ব গুলি শুনলে আপনি অবাক হবেন। ভারতীয় রেলের নতুন সংস্করণ
সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ| Chenab rail bridge
Chenab rail bridge কোন কোম্পানি তৈরি করেছে?
ব্রিজটি তৈরি করেছে ভারতীয় রেলের একটি সংস্থা যার নাম “কঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড” (konkan railway corporation limited)
Chenab bridge cost | চেনাব রেলব্রিজের আনুমানিক খরচ
প্রায় ১.৩ কিলোমিটার লম্বা এই ব্রিজের আনুমানিক খরচ ১২৫০ কোটি টাকা।
মার্চ ২০২১ এর পূর্বে রেল ব্রিজটি সম্পন্ন হয়ে যাবার কথা আছে। সেতুটি সম্পন্ন হলে তা অবশ্যই ভারতীয় রেলের অন্যতম কৃতিত্ব হবে। চেনাবো নদীর উপরে এই ব্রিজটি তৈরি হয়েছে বলে ব্রিজটির নাম ‘চেনাবো ব্রিজ’ দেওয়া হয়েছে।
[…] […]
[…] […]