২০২১শে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে আসছে OnePlus 9, জানুন বিস্তারিত

OnePlus 9

আগামী মার্চ মাসে ফোন প্রেমীদের হাতে আসতে চলেছে দুর্দান্ত ফিচার গুলিতে ভরপুর OnePlus 9। যারা স্মার্টফোন সম্পর্কে সামান্য নাড়াচাড়া করেন তারা সকলেই OnePlus-এর স্মার্টফোনগুলো সম্পর্কে অবগত। OnePlus-এর তরফ থেকে নতুন এই ফোনটির ফিচার গুলো ইতিমধ্যেই সামনে এসে পড়েছে। আগামী মার্চ মাসে স্মার্টফোনটি বাজারে আসার সম্ভাবনা থাকলেও ফোনটির দাম এবং সঠিক তারিখটি সম্পর্কে কোম্পানি থেকে কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি।

দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে আসছে OnePlus 9

স্মার্টফোনের বাজারে OnePlus অন্যান্য ফোন গুলির সাথে কতটা প্রতিযোগিতামূলক তা সকলেরই জানা। গত কয়েক মাস ধরে যে কারণে এর নতুন সিরিজটির অপেক্ষায় ছিল অনেকেই। তবে বাকি সমস্ত স্মার্টফোনগুলির মতই এটিরও লঞ্চ হওয়ার আগে ফিচারগুলি প্রকাশ্যে চলে আসে। জেনে নেয়া যাক ফোনটিতে কি কি ফিচার রয়েছে।

আরো পড়ুন – Whatsapp-এর নতুন আপডেট, থাকছে লগআউটের সুবিধা

OnePlus এর বাকি স্মার্টফোনগুলোর মতোই এটিও বেশ প্রতিযোগিতামূলক একটি স্মার্টফোন। এটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১০ এর। পূর্বের মতোই এর এন্ড্রয়েড ভার্সনটি চলবে অক্সিজেন ওএস (Oxigen OS) ১০.০ এর সাথে।

OnePlus-এর ডিসপ্লেটি হবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ৬.৬৫ ইঞ্চির। সাথেই থাকবে ১৪৪০*৩১২০ রেজোলিউশন ও ৫১৫ পিপিআই ডেনসিটি (পিক্সেল পর ইঞ্চি)।

ফোনটিতে পিছনের দিকের যুক্ত হয়েছে মোট তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর ও ১৬ মেগাপিক্সেল ডেপথ সেনসর ক্যামেরা। সামনের দিকে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের একটিই ক্যামেরা থাকবে।

ফুলটি নিঃসন্দে দুর্দান্ত ক্ষমতা যুক্ত একটি স্মার্টফোন, এবং এটিকে ক্ষমতা সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর যেটি ৭ নেনোমিটার আকারের অক্টাকোর প্রসেসর। সাথেই ব্যবহৃত হয়েছে অ্যাড্রিনো ৬৪০ জিপিইউ যা মোবাইল গেমিং-এ দুর্দান্ত অনুভূতি দেবে।

এখানেই শেষ নয় আরও থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি যা ২০ ওয়াট সুপার ফাস্ট চার্জার সাপোর্ট করবে। ৩জি, ৪জি, ৫জি ও ওয়াইফাইয়ের সাপোর্ট, ৩.৫ এমএম জ্যাক, অডিও জ্যাক, লাউডস্পিকারও থাকছে এই OnePlus 9 স্মার্টফোনটিতে।

এতগুলি ফিচারযুক্ত স্মার্টফোনটি বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনগুলোকে বেশ কঠোর প্রতিযোগিতার মধ্যে ফেলবে। এখন কেবল এটির বাজারে আসার অপেক্ষা।

Previous articleমোবাইলের ছবি এডিট করতে ভালোবাসেন? জেনে নিন ২০২১এর সেরা ৫টি ছবি এডিট অ্যাপ সম্পর্কে
Next article‘Chenab bridge’ পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ সম্পন্ন হবার পথে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply